পাতা:শ্রীশ্রীচৈতন্যভাগবত.djvu/৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ আদ্য খণ্ড বীর করিয়া রন্ধন । লাগিলেন বসিয়া করিতে নিবেদন ॥ ধ্যানে বলগোপাল । ভাবেন বিপ্রবর। জানিলেন গৌরচন্দ্র চিত্তের ঈশ্বর। মেহিয়া সকল জনে অতি অলক্ষিতে। আইলেন বিপ্র স্থানে হাসিতে হাসিতে। অলক্ষিতে একমুষ্টি অন্ন লঞা করে। খাইয়া চলিলা প্ৰভু দেখে বিপ্রবরে। হায়২ করিয়া উঠিল বিপ্ৰ বর। ঠাকুর খাইয়া ভাত দিলা একরভু। সংক্রমে আসিয়া মিশ্র হাৰ্থেবাড়িলঞ । ক্রোধে ঠাকুরেরে লৈয়া যায় খেদাড়িয়া। মহাভয়ে প্রভু পলাইলা এক ঘরে। ক্রোধে মিশ্র পাছে থাকি তজ্জগজ্জ করে। মিশ্র বলে আজি দেখ করে তোর কার্য্য। তোরমতে পরম অবোধ আমি আfর্য্য। হেন মহাঁচোর শিশু কারঘরে আছে । এতবলি ক্রোধে মিশ্ৰ ধায় প্রভুপাছে। সভে ধরিবেন যত্ন করিয়া মিশ্রেরে। মিশ্র বলে এড় আজি মারিব উহারে। সভেই বলেন মিশ্র তুমিত উদার। ইহারে মা রিয়া কোন সাধুস্থ তোমার ॥ ভালমন্দ জ্ঞান নাহি উহার শরীরে। পরম অবোধ সে এমন শিশুমারে। মারিলেই কোন বা শিখিব হেননয়। স্বভাবেই শিশুর চঞ্চল মতি হয়। অন্তে ব্যস্তে আসি সেই তৈর্থিক ব্রাহ্মণ। মিশের খরিয়া হাথে বলেন বচন। বালবের নাহি দোষ শুন মিশ্র রায়। যেদিনে যেহবে তাহা হইবারে চায় ৷ আজি কৃষ্ণ অন্ন নাহি লিখিব আমারে। সবে এই নৰ্ম্মকথা কহিল তোমারে। দুঃখে জ গন্নাথ মিশ্র নাহি তোলে মুখ। মাথা হেট করিয়া ভাবেন মহাদুখ। হেনই সময়ে বিশ্বৰূপ ভগবান। সেই স্থানে আইলেন জ্যোতিৰ্ম্ময় ধাম ॥ সৰ্ব্ব অঙ্গ নিৰূপম লা বন্যের সীমা। চতুর্দশ ভুবনেও নাহিক উপমা । স্কন্ধে যজ্ঞস্থত্র ব্রহ্মতেজ মুৰ্ত্তিমন্ত । । মূৰ্ত্তিভেদে আপনে জন্মিলা নিত্যানন্দ ॥ শৰ্ব্ব শাস্ত্র অর্থসহ স্ফুরয়ে জিহবায় । কৃষ্ণ ভক্তি ব্যাখ্যামাত্র করেন সদায়। দেখিয়া অপূৰ্ব্ব মূৰ্ত্তি তৈর্থিক ব্রাহ্মণ । মুগ্ধহৈয়া একদৃষ্টে চাহে ঘনেঘন ॥ বিপ্র বলে কার পুত্র এই মহাশয় । সভেই বলেন এই মিশ্রের তনয় ॥ শুনিয়া সন্তোষে বিপ্র কৈল আলিঙ্গন। ধন্যপিতামাণ্ড যার এহেন নন্দন ॥ বিপ্রেরে করিলা বিশ্বৰূপ নমস্কার । বসিয়া কহেন কথা অমৃতের ধার । শুভদিন তার মহাভাগ্যের উদয় । তুমি হেন অতিথি যাহার গৃহে হয় । জগতে শোধিতে সেতোমার পর্য্যাটন। আত্মানন্দে পূর্ণ হই করল ভ্রমণ ॥ ভাগ্যবড় হেন তুমি অতিথি আমার । অভাগ্য বা কি কহিব উপাস তোমার। তুমি উপবাস করি থাক যার ঘরে । সৰ্ব্বথ তাহার অমঙ্গল ফল ধরে । হরিষ পাইনু বড় তোমার দর্শনে। বিষাদ হইনু এবে এসব শ্রবণে ॥ বিপ্র বলে কিছু দুঃখ না ভাবিহ মনে । ফলমুল কিছু আজি করিব ভোজনে ॥ বন বাসী আiম অন্ন কোথায়ে বা পাই। প্রায় আমি বনে মাত্র ফল মূল খাই । কদাচিত কোনদিন সেবা পাই অন্ন। সেহে যদি অনাশক্ত্যে হয় উপসন্ন । যেসন্তোষ পাই লাম তোমার দর্শৰে । তাহাতেই কোটি কোটি করিল ভোজনে ॥ ফলমুল নৈৱেদ্য هم میلادی، به لاید