পাতা:শ্রীশ্রীচৈতন্যমঙ্গল.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S१० প্রাতঃক্রিয় করি’ মান লিন্দু-সরোবরে। চলিলা ঠাকুর নমস্করি’ মহেশ্বরে ॥ ৯৪ ৷ প্রভুর সংহতি সে চলিল নিজজন। এই পরসঙ্গে এক কহিব কথন ॥ ৯৫ ৷ মুরারিতে দামোদরে যে হৈল বচন । শুন সাবধানে সভে—কহিল এখন ॥ ৯৬ ৷ মুরারিকে পূছিল। পণ্ডিত দামোদর—। শিবের নিৰ্ম্মাল্য কেনে লইল। ঈশ্বর ॥ ৯৭ ৷ অগ্ৰাহু শিলের নিৰ্ম্মাল্য ভৃগু-শাপে । তবে কেনে পরিগ্রহ কৈল প্রভু আপে ॥৯৮ আপনে ব্রহ্মণ্যদেব অই মহাপ্রভু। জানিএণ শুনিএঃ কেনে লঙিঘবেক তত্ত্ব ॥৯৯ মুরারি কহয়ে—শুন শুন দামোদর। তামি কি জানিয়ে প্রভুর মরম-উত্তর ॥ ১০০ ৷ নিজ বুদ্ধি-অনুমানে যে কহি উত্তর । তোর মনে লয় যদি – রাখিহ তন্তর ॥ ১০১ ৷ শিবের সেবক যেই শিব-সেবা করে। উচ্ছিষ্ট না লয়—হরি-হরে ভেদ করে ॥ ১০২ ৷ তাহারে ব্রাহ্মণ-শাপ—কহিল এ তত্ত্ব । অশুদ্ধ তাহার মতি—লা জালে মহত্ত্ব ॥ ১০৩ ॥ অভিন্ন করিয়া যেই করয়ে সেবন । শিলের নিৰ্ম্মাল্য সেই করয়ে ভক্ষণ ॥ ১০৪ ৷ শিলের নির্মূল্য খায় অভেদ-চরিত। সে জনে অধিক হরি-হরের পীরিত ॥ ১০৫ ৷ মহেশ্বর প্রভু সব বৈষ্ণলের রাজ। সেই-ভালে যেই জন করে তার পূজা ॥১০৬ তাহার হস্তেতে শিব করেন ভোজন । সে প্রসাদ খাইলে হয় বন্ধবিমোচন ॥১০৭৷৷ বস্তুত সে মহেশ্বর প্রভুর গমনে । আতিথ্য করিল সে পরমহর্ষ মনে ॥ ১০৮ ৷ শাপ আদি যত শুন-বহির্মুখ প্রতি। সুহৃস্তাবে কৈলে হয় শ্রীকৃষ্ণে পীরিতি ॥ ১০৯ ৷ লোকশিক্ষা-হেতু প্ৰভু কৈল অবতার। দামোদর লোলে— এক ঘুচিল জঞ্জাল ॥১১০ জগতে যাবত জীয়, শ্রীচৈতন্যমঙ্গল শুনিএaা সকল লোক আনন্দিভ-fচত । কহয়ে লোচনদাস চৈতন্যচরিত ॥ ১১১ ৷ বোল শ্ৰীকৃষ্ণচৈতন্য গোরাচাদের মধুর নামখানি ॥ মূৰ্ছা ॥ ভাই রে আর নাহি ভরিলার তরে জগত-তুল্লভ এই কথা । শ্রবণ ভরিয়া পীয়, কতু না ছাড়িহ গুণ-গাথা ॥ ধ্রু॥ তলে পুনঃ শুন গোরার্টাদের চরিত। বরিখয়ে প্রভু প্রেম নূতন অমৃত । ১১২ ৷ পথে চলি’ যায় প্রভু নিজজন সঙ্গে । দেখিল ত কপোত-ঈশ্বর মহারঙ্গে ॥ ১১৩ ৷৷ তারে নমস্করি’ প্ৰভু চলি যায় পথে । পূণ্যতীর্থ মহালিঙ্গ দেখিতে দেখিতে ॥১১৪৷৷ তলে সে ভাগৰী নামে নদী ভাগ্যবতী । তাথে স্নান কৈল নিজজনের সংহতি ॥ ১১৫ ৷ স্নান সমাধিয়া প্রভু চলি যায় পথে। জগন্নাথ-মন্দির দেখিল আচম্বিতে ॥ ১১৬ ৷ চন্দ্রের কিরণ জিনি উজ্জ্বল দেউল । পবনচালিত তাথে পতাকা রাতুল ॥১১৭ ৷ নীলগিরি-মাঝে হরিমন্দির সুন্দর। কৈলাস জিনিঞা তেজঃ অদ্ভুত পবল ॥ ১১৮ ৷৷ অভিন্ন-অঞ্জন এক বালকের ঠান। দেউল-উপরে প্রভু দেখে বিদ্যমান ॥ ১১৯ ৷ • স-লসন হস্তে ঘন করয়ে আহবান | দেখিয়া বিহবল—তারে করে পরণাম ॥১২০৷৷ ভূমিতে পড়িল প্রভু-নাহিক সম্বিত। নিঃশব্দে রহিল—যেন ছাড়িল জীবিত ॥১২১৷৷ দেখিয়া সকল লোক মূৰ্ছিত-অন্তর। প্রভু ! প্রভু ! বলি’ ডাকে-না দেয় উত্তর ॥ কি হৈল কি হৈল বলি’ চিন্তে গুণে ভার। কিছু না নিঃস্বরে--যেন জীয়ন্তেই মর। ॥১২৩