পাতা:শ্রীশ্রীচৈতন্য শিক্ষামৃত.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 শ্ৰীশ্ৰীচৈতন্য শিক্ষামৃত । পশুপালন, বাণিজ্য ও কৃষিকাৰ্য দ্বারা বৈশ্যগণও ত্রিবর্ণের সেবা দ্বারা শুদ্ৰগণ জীবিকা নিৰ্বাহ করিবে । আপদ কালে ব্রাহ্মণগণ, ক্ষত্রিয় ও বৈশোর ব্যবসায় অবলম্বন করিতে পারেন। বিস্তু নিতান্ত আপদ উপস্থিত না হইলে উক্ত তিন বর্ণ শূদ্রের ব্যবসা করিবে না। গৃহস্থ ব্যক্তি বিধি পূর্বক দারপরিগ্ৰহ করত। সম্ভান উৎপন্ন করবেন।” পিণ্ডদান দ্বারা পিতৃলোকের প্রতি কৃতজ্ঞতা স্বীকার, যজ্ঞদ্বারা দেবগণের পূজা, অন্নাদি দ্বারা অতিথিসেবা, এবং সত্য ব্যবহার wIጣ সৰ্ব্বভূতের অৰ্চনা করিবেন । পরিব্রাজক ༦ ব্ৰহ্মচারীগণ কেবল शूइtश्ह्न সাহায্যে প্রতিপালিত হন, অতএব গৃহস্থ আশ্রমই সমস্ত আশ্রম অপেক্ষা så বানপ্ৰস্থ তৃতীয় আশ্রম। বয়ঃপরিণতি হইলে পত্নীকে পুত্রের নিকট অর্পণ করিয়া অথবা সস্তান জন্মের সম্ভাবনা না থাকিলে তঁহাকে সঙ্গে লইয়া গৃহস্থ বনে প্ৰস্থান পূর্বক বানপ্ৰস্থ আচরণ করিবেন। তথায় আপনার অভাব সৰ্বতোভাবে সংক্ষিপ্ত করিবেন। ভূমিতে শয়ন, বৃক্ষ বন্ধলাদি দ্বারা পরিধেয় ও উত্তরীয় গ্ৰহণ, ক্ষের কৰ্ম্ম পরিত্যাগ করণ, মুনি বৃত্তি অবলম্বন, ত্রিসন্ধ্যা স্নান, যথা সাধ্য অভ্যাগত সেবা, ফলমূল ভক্ষণ এবং নিভৃত বনে পরমেশ্বর আরাধনা.এই সমস্ত বানাপ্রস্থের কৰ্ম্ম । সর্ব বর্ণই বানাপ্রস্থের অধিকারী । সন্ন্যাস আশ্রমই চতুর্থাশ্রম। সন্ন্যাসীকে ভিক্ষু বা পরিব্রাজক বলে। পূর্ব তিনটী আশ্ৰমস্থ ব্যক্তিগণ যখন নিতান্ত বৈরাগ্যপার, সংসারে মমতাশূন্য, সৰ্ব্ব কষ্ট সহিষ্ণু, তত্তজ্ঞ, জনসঙ্গ লিন্স। শূন্য, ব্ৰহ্মপর, নিৰ্দ্ধ দি, সৰ্ব্বজীবে সমবুদ্ধি, দয়ালু, নিম খসর, ও যোগযুক্ত হন, তখন সন্ন্যাস আশ্রম গ্রহণের অধিকার লাভ করেন। সন্ন্যাসীগণ সর্বদ ঈশ্বরের চিস্তা করেন। কোন গ্রামে এক রাত্রের অfি : থাকিবেন না । কোন নগরে পঞ্চ রাত্রের অধিক থাকিবেননা । কেবল স্টুঃ" যুক্ত স্থানে চাতুৰ্ম্মাস্যবিহিত বিধিমতে মাসচতুষ্টয় অতিবাহিত করিতে পারেন। প্রথমাবস্থায় ব্ৰাহ্মণের বাটীতে ভিক্ষা করিবেন। ব্ৰাহ্মণগণ ব্যতীত অন্য কেহ এই আশ্রম স্বীকার করিতে পরিবেন না। শারীরিক ও মানসিক ক্ষমতা শূন্য ব্যক্তিরাই কোন আশ্রম যোগ্য নয়। তাহারা আশ্ৰমীদিগের অনুগ্ৰহে দিন যাপন করিবে । তাহাদিগের সাহায্য করা আশ্ৰমীদিগের যথাসাধ্য কৰ্ত্তব্য। শ্ৰীলোকের গৃহস্থাশ্রম ও স্থল বিশেষে বানপ্ৰস্থ ব্যতীত অন্য কোন অংশ্রম স্বীকীৰ্ত্তব্য নয়। কোন অসাধারণ শক্তি সম্পন্ন স্ত্রী বিদ্যা, ধৰ্ম্ম ও সামর্থ্য লাভ