পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>ミb" শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [ 1884, 3rd July. “এমন জ্বলন্ত বিশ্বাস চাই যে, তার নাম করেছি আমার আবার পাপ !—রাত দিন হরিনাম করে, আবার বলে আমার পাপ ! কথা কহিতে কহিতে ঠাকুর প্রেমে উন্মত্ত হইয়া গান গাইতেছেন। গান শুনিয়া শশধর কাদিতেছেন। আমি দুগণ দুর্গ বলে ম৷ ঘদি মল্লি । আখেরে এ দীনে, না তার কেমনে, জানা যাবে গো শঙ্করী ॥ নাশি গো ব্রাহ্মণ, হত্যা করি ভ্রণ, সুরাপানাদি বিনাশি নারী। এ সব পাতক, না ভাবি তিলেক, (ও ম) ব্রহ্মপদ নিতে পারি ॥ KBDSeBBu BBBBB BBBDS uBB BBBBB BBBS সুধা পানে ঢল ঢল কিন্তু ঢলে পড়ে না মা ! অধরের গায়ক বৈষ্ণবচরণ এইবার গান গাইতেছেন – দুর্গানাম জপ সদা রসনা আমার, দুর্গমে শ্ৰীদুৰ্গা বিনে কে করে নিস্তার ॥ তুমি স্বর্গ তুমি মর্ত্য তুমি সে পাতাল,তোমা হতে হরি ব্রহ্মা দ্বাদশ গোপাল, দশমহাবিদ্যা মাতা দশ অবতার,এবার কোনরূপে আমায় করিতে হবে পার। চল অচল তুমি মা তুমি সূক্ষ স্থূল, স্থষ্টি স্থিতি প্রলয় তুমি তুমি বিশ্বমূল। ত্রিলোকজননী তুমি ত্রিলোকতারিণী, সকলের শক্তি তুমি ( মা গো ) তোমার শক্তি তুমি ॥ এই কয় চরণ গান শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন । গান সমাপ্ত হইলে ঠাকুর নিজে গান ধরিলেন— যশোদা নাচাত শ্যামা বলে নীলমণি, সেরূপ লুকালে কোথা করালবদনী ! বৈষ্ণবচরণ এইবার কীৰ্ত্তন গাইতেছেন। সুবোল-মিলন । যখন গায়ক আঁখর দিতেছেন—“রা বৈধ বেরায় না,রে "–ঠাকুর সমাধিস্থ হইলেন। শশধর প্রেমা শ্র বিসর্জন করিতেছেন । পঞ্চম পরিচ্ছেদ । পুনর্যাত্র । ঠাকুরের রথের সম্মুখে ভক্তসঙ্গে নৃত্য ও সঙ্কীৰ্ত্তন। ] ঠাকুরের সমাধি ভঙ্গ হইল ; গানও সমাপ্ত হইল। শশধর, প্রতাপ, রামদয়াল, রাম, মনোমোহন, ছোকরা ভক্তের প্রভৃতি অনেকেই বসিয়া