পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। নরেন্দ্র, ভবনাথ, ছোটগোপাল প্রভৃতি ভক্তসঙ্গে। ১৬৯ “র্তাকে লাভ করার পর সংসার করা যেতে পারে। তখন নির্লিপ্ত হতে পারে। ও দেশে ছুতোরদের মেয়েদের দেখেছি—ঢেকি নিয়ে চিড়ে কোটে । এক হাতে ধান নাড়ে, এক হাতে ছেলেকে মাই ছায়— আবার খরিদদারের সঙ্গে কথাও কচ্চে,--"তোমার কাছে দু আন পাওনা আছে—দাম দিয়ে যেও । কিন্তু তার বার আন भन হাতের উপর— পাছে হাতে ঢেকি পড়ে যায় ! “বার অান মন ঈশ্বরেতে রেখে চfর আন লয়ে কাজ কৰ্ম্ম করা । শ্ৰীযুত পণ্ডিত শশধরের কথা ভক্তদের বলিতেছেন, দেখলাম— একঘেয়ে, কেবল শুষ্ক জ্ঞান-বিচার নিয়ে আছে । “যে নিত্যেতে পৌছে লীলা নিয়ে থাকে, আবার লীলা থেকে নিত্যে যতে পারে, তারই পাকা জ্ঞান, পাকা ভক্তি । "নারদাদি ব্রহ্মজ্ঞানের পর ভক্তি নিয়েছিলেন। এরি নাম বিজ্ঞান । “শুধু শুষ্ক জ্ঞান !—ও যেন ভস্ করে ওঠা তুবড়ী—খানিকটা ফুল কেটে ভস্ করে ভেঙ্গে যায়। নারদ শুকদেবাদির জ্ঞান যেন ভাল তুবড়ী । খানিকটা ফুল কেটে বন্ধ হয়, আবার নূতন ফুল কাটছে— আবার বন্ধ হয়—আবার নূতন ফুল কাটে ! নারদ শুকদেবাদির তার উপর প্রেম হয়েছিল । প্রেম সচিদানন্দকে ধরবার দড়ি ।” [ ঠাকুর শ্রীরামকৃষ্ণ বকুলতলায়। ঝাউতল হতে ভাবাবিষ্ট । ] মধ্যাহ্লের সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। বকুলতলায় বেঞ্চের মত যে বসিবার স্থান আছে, সেখানে দুই চারিজন ভক্ত উপবিষ্ট আছেন ও গল্প করিতেছেন—ভবনাথ, মুখুয্যে ভ্রাতৃদ্বয়, মাষ্টার, ছোট গোপাল, হাজরা প্রভৃতি। ঠাকুর ঝাউতলায় যাইতেছেন—ওখানে আসিয়া একবার বসিলেন । হাজরা ( ছোটগোপালকে ) । একে একটু তামাক খাওয়াও । শ্রীরামকৃষ্ণ (সহস্তে ) ৷ তুমি খাবে তাই বল! (সকলের হাস্ত)। মুখুয্যে (হাজরাকে)। আপনি এর কাছে থেকে অনেক শিখেছেন। শ্রীরামকৃষ্ণ ( সহাস্তে ) না, এর বাল্যকাল থেকেই এই অবস্থা ( সকলের হাস্য )।