পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর । মুখুয্যে ভ্রাতৃদ্বয়, রাধিকাগোস্বামী প্রভৃতি ভক্তসঙ্গে । ১৯৫ কলিকাতা বাগবাজারেও র্তাহীদের বসতবাটী আছে । ক্রীরামকৃষ্ণ (সহস্তে )। একটু উদ্দীপন হচ্চে ব’লে চুপ ক’রে থেকোনা । এপিক্সে পড়। চন্দন কাঠের পর আরও আছে— রূপার খনি, সোণার খনি । । প্রিয় (সহস্তে )। আজ্ঞ, পায়ে বন্ধন—এগুতে দেয় না ! শ্রীরামকৃষ্ণ পায়ে বন্ধন থাকলে কি হবে ?—মন নিয়ে কথা । “মনেই বদ্ধ মুক্ত । দুই বন্ধু—একজন বেশ্যালয়ে গেল, এক জন ভাগবত শুনছে। প্রথমটা ভাবছে, ধিক্ আমাকে—বন্ধু হরিকথা শুনছে, আর আমি কোথা পড়ে রয়েছি ! আর এক জন ভাবছে— ধিক্ আমাকে, বন্ধু কেমন আমোদ আহলাদ করছে, আর আমি শু্যালা কি বোকা ! দ্যাথেl, প্রথমটিকে বিষ্ণুদূতে নিয়ে গেল—বৈকুণ্ঠে | আর দ্বিতীয়টিকে যমদূতে নিয়ে গেল ! প্রিয় ! মন যে আমার বশ নয় । শ্রীরামকৃষ্ণ । সে কি ! তম ভ্যাসন ঘোগ । অভ্যাস কর, দেখবে মনকে যে দিকে নিয়ে যাবে, সেই দিকেই যাবে। “মন ধোপাঘরের কাপড় । তার পর লালে ছোপা ও লাল—নীলে ছোপাও নীল । যে রঙে ছোপাবে সেই রঙ হয়ে যাবে। ( গোস্বামীর প্রতি ) আপনাদের কিছু কথা আছে ? গোস্বামী ( অতি বিনীতভাবে )। আজ্ঞা না,—দর্শন হ’লে । তার কথা ত সব শুনছি। শ্রীরামকৃষ্ণ । ঠাকুরদের দর্শন করুন। গোস্বামী ( অতি বিনীতভাবে ) । একটু মহাপ্রভুর গুণানুকীৰ্ত্তন— ঠাকুর শ্রীরামকৃষ্ণ গোস্বামীকে গান শুনাইতেছেন— গান। আমার অঙ্গ কেন গৌর হলো ! গান । গোরা চাহে বৃন্দাবনপানে, আর ধারা বহে দু’নয়নে ॥ ( ভাব হবে বই কি রে ; ) ( ভাবিনিধি শ্ৰীগৌরাঙ্গের ) (যার অন্তঃ কৃষ্ণ বহিঃ গৌর) ( ভাবে হাসে কঁদে নাচে গায়) (বন দেখে বৃন্দাবন ভাবে ) ( সমুদ্র দেখে শ্ৰীযমুনা ভাবে ) ( গোরা আপনার পা আপনি ধরে )