পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&o o শ্রীশ্রীরামকৃষ্ণকথামৃত । [1884, 19th September. পঞ্চম পরিচ্ছেদ । [ হাজরা মহাশয় । ] হাজরা মহাশয় এখানে দুই বৎসর আছেন। তিনি ঠাকুরের জন্মভূমি কামারপুকুরের নিকটবৰ্ত্তী সিওড় গ্রামে প্রথম র্তাহাকে দর্শন করেন ১৮৮০ খৃঃ। এই গ্রামে ঠাকুরের ভাগিনেয়, পিসীতাত ভগিনী হেমাঙ্গিনী দেবীর পুত্র, শ্ৰীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের বাস । ঠাকুর তখন হৃদয়ের বাটতে অবস্থিতি করিতেছিলেন। সিওড়ের নিকটবৰ্ত্তী মরগোড় গ্রামে হাজরা মহাশয়ের নিবাস । র্তাহার বিষয় সম্পত্তি জমি প্রভৃতি এক রকম আছে। পরিবার সন্তান সন্ততি আছে । এক রকম চলিয়া যায়। কিছু দেনাও আছে, আন্দাজ হাজার টাকা । যৌবন কাল হইতে র্তাহার বৈরাগ্যের ভাব—কোথায় সাধু, কোথায় ভক্ত, খুজিয়া বেড়ান। যখন দক্ষিণেশ্বর কালীবাড়ীতে প্রথম আসেন ও সেখানে থাকিতে চান ঠাকুর তাহার ভক্তিভাব দেখিয়া, ও দেশের পরিচিত বলিয়া, ওখানে যত্ন করিয়া নিজের কাছে রাখেন। হাজরার জ্ঞানীর ভাব । ঠাকুরের ভক্তি ভাব ও ছোকরাদের জন্য ব্যাকুলত পছন্দ করেন না। মাঝে মাঝে র্তাহাকে মহাপুরুষ বলিয়া মনে করেন । আবার কখনও সামান্য বলিয়া জ্ঞান করেন । তিনি ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় আসন করিয়াছেন। সেই খানে মালা লইয়। অনেক জপ করেন । রাখাল প্রভৃতি ভক্তের বেশী জপ করেন না বলিয়া লোকের কাছে নিন্দ করেন । তিনি আচারের বড় পক্ষপাতী। আচার আচার করিয়া তাহার এক প্রকার শুচিবাই হইয়াছে । র্তাহার বয়স প্রায় ৩৮ হইবে । হাজরা মহাশয় ঘরে প্রবেশ করিলেন। ঠাকুর আবার ঈষৎ ভাববিষ্ট হইয়াছেন ও কথা কহিতেছেন । [ ঈশ্বর প্রাপনা কি শুনেন ? ঈশ্বরের জন্য ক্ৰন্দন কর, শুনবেন।’ ] শ্রীরামকৃষ্ণ (হাজরার প্রতি ) ৷ তুমি যা করছ তা ঠিক,—কিন্তু ঠিক ঠিক বসছে না।