পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। মণিমল্লিক প্রভৃতি ভক্তসঙ্গে । ఇ oసా “কৰ্ম্মের দ্বারাই যোগ হউক, আর মনের দ্বারাই যোগ হউক, ভক্তি হ’লে সব জানতে পারা যায় । 66– ভক্তিতে কুম্ভক আপনি হয়---একাগ্র মন হলেই বায়ু স্থির হয়ে যায়; আর বায়ু স্থির হলেই মন একাগ্র হয়, বুদ্ধি স্থির হয়। যার হয়, সে নিজে টের পায় না । [ পূর্বকথা—সাধনাবস্থায় জগন্মাতার কাছে প্রার্থনা । ভক্তিযোগ । ] “ভক্তিযোগে সব পাওয়া যায় । আমি মা’র কাছে কেঁদে কেঁদে বলেছিলাম, ‘ম যোগীরা যোগ ক’রে য। জেনেছে, জ্ঞানীরা বিচার ক’রে ম। জেনেছে—আমায় জানিয়ে দাও—আমায় দেখিয়ে দাও !’ মা আমায় সব দেপিয়ে দিয়েছেন । ব্যাকুল হ’য়ে তার কাছে কঁদিলে তিনি সব জানিয়ে দেন । বেদ, বেদান্ত, পুরাণ, তন্ত্র—এ সব শাস্ত্রে কি আছে, সব তিনি আমায় জানিয়ে দিয়েছেন । মণিলাল । হঠযোগ ? শ্রীরামকৃষ্ণ । হঠযোগীরা দেহাভিমানী সাধু । কেবল নেতি ধেীতি করছে—কেবল দেহের যত্ন । ওদের উদ্দেশ্য আয়ু বৃদ্ধি করা । দেহ নিয়ে রাত দিন সেবা । ও ভাল নয় । [ মণি মল্লিক, সংসারী ও মনে ত্যাগ । কেশব সেনের কথা । ] “তোমাদের কৰ্ত্তব্য কি ?—তোমরা মনে কামিনীকাঞ্চন ত্যাগ করবে। তোমরা সংসারকে কাকবিষ্ঠা বলতে পার না । “গোস্বামীরা গৃহস্থ, তাই তাদের আমি বললাম, তোমাদের ঠাকুরসেবা রয়েছে, তোমরা সংসার ত্যাগ কি করবে ?—তোমরা সংসারকে মায় ব’লে উড়িয়ে দিতে পার না’ । “সংসারীদের যা কৰ্ত্তব্য চৈতন্যদেব বলেছিলেন,—“জীবে দম্রা, লৈ আওব-হেনৰী, লাম-আনংকীৰ্ত্তন।2 “কেশব সেন বলেছিল,—উনি এখন দুইই কর বলছেন। এক দিন কুটুস করে কামড়াবেন।’ তা নয়—কামড়াব কেন ? মণি মল্লিক । তাই কামড়ান। শ্রীরামকৃষ্ণ (সহস্তে ) ৷ কেন ? তুমি ত’ তাই আছ—তোমার ত্যাগ করবার কি দরকার ? X 8