পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૨.8 àääfootoss I [ 1884, 2nd October. সন্ধ্যাকালীন উপাসনা। শ্রীরামকৃষ্ণ ও মুসলমান ধৰ্ম্ম । জপ ও ধ্যান । ] “সব কাজ ফেলে সন্ধ্যার সময় তোমরা তাকে ডাকবে । “অন্ধকারে ঈশ্বরকে মনে পড়ে ; সব এই দেখা যাচ্ছিল !—কে এমন করলে ! মোসলমানের ছাখে সব কাজ ফেলে ঠিক সময়ে নমাজটা পড়বে। মুখুয্যে । আজ্ঞা, জপ করা ভাল ? শ্রীরামকৃষ্ণ । ই জপ থেকে ঈশ্বর লাভ হয় ! নির্জনে গোপনে র্তার নাম করতে করতে র্তার কৃপা হয় । তার পর দর্শন ! “যেমন জলের ভিতর ডুবানো বাহাদুরী কাঠ আছে --তীরেতে শিকল দিয়ে বাধা ;—সেই শিকলের এক এক পাপ ধরে ধরে গেলে, শেষে বাহাদুরী কাঠকে স্পর্শ করা যায় । s dy SBBD BJJu BBK uDS BBBKK BJJB KDDD বড়। ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব প্রেম বড় । চৈতন্য দেবের প্রেম হ’য়েছিল । প্রেম হ’লে ঈশ্বরকে বধিবার দড়ি পাওয়া গেল । [ হাজরা আসিয়া বসিয়াছেন । [ রাগভক্তি, মালাজপ ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ । নারা’ণ । ] শ্রীরামকৃষ্ণ ( হাজরাকে ) । তার উপর ভালবাসা যদি আসে তার নাম রাগভত্তি । বৈধভক্তি আসতেও যতক্ষণ, যেতেও ততক্ষণ । রাগভক্তি স্বয়ম্ভু লিঙ্গের মত। তার জড় খুঁজে পাওয়া যায় না । স্বয়ম্ভু লিঙ্গের জড় কাশী পৰ্য্যন্ত । রাগভক্তি, অবতার আর তার সাঙ্গোপান্সের হয় । হাজরা । আহা ! শ্রীরামকৃষ্ণ । তুমি যখন জপ এক দিন কচ্ছিলে—বাহো থেকে এসে—বল্লম, মা একি হীনবুদ্ধি, এখানে এসে মালা নিয়ে জপ কচ্ছে : STB TKBBSB BBBBB BBD TBBJBB BeukT BJJD S তার মালা জপা অতো করতে হবে না । তুমি কলকাতায় যাও না— দেখবে হাজার হাজার মালা জপ করছে—খান্‌কি পৰ্য্যন্ত । ঠাকুর মাষ্টারকে বলিতেছেন—তুমি নারাণকে গাড়ী করে এনে । একে (মুখুয্যেকে ) ও বলে রাখলুম-নারীণের কথা । সে এলে কিছু খাওয়াবো । ওদের খাওয়ানোর অনেক মানে আছে।