পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Vම් ෆ 8 àäätory's [ 1885, 23rd October. “ভতুদিকে আনন্দের কোম্রাস। —তারই ভিতর থেকে ১৩১৪ বছরের একটা ছেলে উঠলো, মুখটিদেখা যাচ্ছে। পূর্ণর রূপ । দুই জনেই দিগম্বর !—তারপর আনন্দে মাঠে দুই জনে দৌড়াদৌড়ি আর খেলা ! “দৌড়াদৌড়ি করে পূর্ণর জলতৃষ্ণ পেলে । সে একটা পাত্রে করে জল খেলে । জল খেয়ে আমায় দিতে আসে । আমি বল্লাম, ‘ভাই, তোর এঠো খেতে পারব না । তখন সে হাসতে হাসতে গিয়ে গ্রাসটি ধুয়ে আর এক গ্রাস জল এনে দিলে । [ ‘ভয়ঙ্কর কালকামিনী’—দেখাচ্চেন, সব ভেলকী । ] ডাকুর আবার সনমাধিস্থ । কিয়ৎক্ষণ পরে প্রকৃতিস্থ হইয়া আবার মণির সহিত কথা কহিতেছেন । শ্রীরামকৃষ্ণ ! আবার অবস্থা বদলাচ্ছে ! -- প্রসাদ খাওয়া উঠে গেল !—সত্য মিথ্যা এক হয়ে যাচ্ছে ! —আবার কি দেখছিলাম জান ? —ঈশ্বরীয় রূপ ! ভগবতী মুক্তি –পেটের ভিতর ছেলে— তাকে বার করে আবার গিলে ফেলছে ! —ভিতরে যতটা যাচ্ছে, ততটা শূন্য হয়ে । আমাক্স দেখাচ্ছে মে, সব শূন্ম ! “যেন বলছে, লগি ! লাগ! লীগ ভেল্কি ! লাগ । মণি ঠাকুরের কথা ভাবিতেছেন। ‘বাজি করই সত্য আর সব মিথ্যা’ । [ সিদ্ধাই ভাল নয়। নীচু ঘরের সিদ্ধাই । ] শ্রীরামকৃষ্ণ । আচ্ছা, তখন পূর্ণকে আকর্ষণ কল্লাম, ত হোলো না কেন ? এইতে একটু বিশ্বাস কমে যাচ্ছে : মণি । ও সব ত সিদ্ধাই । শ্রীরামকৃষ্ণ । ঘোর সিদ্ধাই ! মণি । সেই অধরসেনের বাড়ী থেকে গাড়ী করে আপনার সঙ্গে তামরা যখন দক্ষিণেশ্বরে আসছিলাম----বোতল ভেঙ্গে গেল । একজন বল্লেন যে, এতে কি হানি হবে, আপনি একবার দেখুন। আপনি বল্লেন, দায় পড়েছে, দেখবার জন্য—ও সব ত সিদ্ধাই ! শ্রীরামকৃষ্ণ । ঐ রকম হরির লুটের ছেলে !—-রোগ ভাল করা । C’s