পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা শ্যামপুকুর। নরেন্দ্র, ডাক্তার সরকার প্রভূতি ভক্তসঙ্গে ৷ ৩১৯ বলিলেন । পটে শ্রীরামচন্দ্রকে দেখিয়া আনন্দ করিতেছেন। শ্ৰীযুক্ত বাগচীর মেয়েদের মত লম্বা চুল । ঠাকুর বলিতেছেন, অনেক কাল হ’ল দক্ষিণেশ্বরে একটী সন্ন্যাসী দেখেছিলাম। ন হাত লম্বা চুল। সন্ন্যাসীট ‘রাধে, রাধে’ করতো। ঢং নাই । কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র গান গাইতেছেন। গান গুলি বৈরাগ্য পূর্ণ। ঠাকুরের মুখে তীব্র বৈরাগ্যের কথা ও সন্ন্যাসের উপদেশ শুনিয়া কি নরেন্দ্রের উদ্দীপন হইল ? নরেভেন্দ্রর গাল— BBSiBB BB B BB BBBD BBSBD DDBBBS গান—অস্তরে জাগিছ ও ম। অন্তরক্ষামিলী । গান—কি সুখ জীবনে মম ওহে নাথ দশ্রামক্স হে, যদি চরণ-সরোজে, পরাণ-মধুপ, চির মগন না রয় হে ! চতুথ ভাগ—ভ্রিংশ = ণ্ড। <来岁 শ্যামপুকুর বাটতে হরিবল্লভ, নরেন্দ্র, মিশ্র, প্রভৃতি ভক্তসঙ্গে । ] প্রথম পরিচ্ছেদ । শ্ৰীযুক্ত বলরামের জন্য চিন্ত । শ্ৰীযুক্ত হরিবল্লভ বস্থ | শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটতে ভক্তসঙ্গে চিকিৎসাৰ্থ বাস করিতেছেন । আজ শনিবার। আশ্বিন, কৃষ্ণ অষ্টমী তিথি ; ১৬ই কাৰ্ত্তিক। বেলা নয়টা । ৩১ অক্টোবর, ১৮৮৫ খৃঃ । এখানে ভক্তেরা দিবারাত্রি থাকেন—ঠাকুরের সেবার্থ। এখনও কেহ সংসার ত্যাগ করেন নাই। বলরাম সপরিবারে ঠাকুরের সেবক । তিনি যে বংশে জন্মিয়াছেন, সে অতি ভক্তবংশ। পিত; বৃদ্ধ হইয়াছেন বৃন্দাবনে একাকী বাস করেন—তাহাদের প্রতিষ্ঠিত শ্ৰীশ্ৰীশ্যামসুন্দরের কুঞ্জে র্তাহার