পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর। মাড়োয়ার ভক্তসঙ্গে। X > মাড়োয়ারী ভক্ত। মহারাজ, দুই পথ বল্লেন ; আর এক পথ কি ? ক্রীরামকৃষ্ণ । অনুরাগের বা ভক্তির পথ। ব্যাকুল হুপক্সে একবাল কাদ-–নির্জনে, গোপনে—দেখা দাও বোলে । “ডাক দেখি মন ডাকার মত কেমন শ্যামা থাকতে পারে !” মাড়োয়ার ভক্ত। মহারাজ, সাকার পূজার মানে কি ? আর নিরাকার নিগুণ,–এর মানেই বা কি ? - শ্রীরামকৃষ্ণ । যেমন বাপের ফটোগ্রাফ দেখলে বাপকে মনে পড়ে, তেমনি প্রতিমায় পূজা করতে করতে সত্যের রূপ উদ্দীপন হয়। “সাকার রূপ কি রকম জান ? যেমন জল রাশির মাঝ থেকে ভুড়ভুড়ি উঠে সেইরূপ। মহাকাশ চিদাকাশ থেকে এক একটা রূপ উঠছে দেখা যায় ! অবতার ও একটী রূপ অবতার লীলা সে আদ্যাশক্তিরই খেলা । [ পাণ্ডিত্য । আমি কে ? আমিই তুমি । ] “পাণ্ডিত্যে কি আছে ? ব্যাকুল হয়ে ডাকলে তাকে পাওয়া যায়। নানা বিষয় জানবার দরকার নাই । - “যিনি আচার্য্য তারই পাঁচটা জানা দরকার । অপরকে বধ করবার জন্য ঢাল তরোয়াল চাই ; আপনাকে বধ করবার জন্য একটা ছুচ বা নরুন হলেই হয় । “আমি কে এইট খুজতে গেলে তাকেই পাওয়া যায়। আমি কি মাংস, না হাড়, না রক্ত না মজ্জা ; – না মন, না বুদ্ধি ? শেষে বিচারে দেখা যায় যে আমি এসব কিছুই নয়। ‘নেতি’ ‘নেতি’ | আত্মা ধরবার ছোবার যে নাই । তিনি নিগুণ—নিরুপাধি । “কিন্তু ভক্তি মতে তিনি সগুণ । চিগায় শ্যাম, চিন্ময় ধাম—সব চিন্ময় !” - মাড়োয়ারি ভক্তের প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন । দক্ষিণেশ্বরে সন্ধ্যা ও আরতি । সন্ধ্যা হইল । ঠাকুর গঙ্গদর্শন করিতেছেন। ঘরে প্রদীপ জ্বালা