পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(b" শত্রীরামকৃষ্ণকথামৃত। [1883,24th December. [ দেবীভক্ত শ্ৰীযুক্ত স্বরেন্দ্রের যোগ ও ভোগ । ] শ্রীরামকৃষ্ণ । তোমাদের যোগও আছে ভোগও আছে । “ব্রহ্মর্ষি, দেবর্যি রাজর্ষি । ব্রহ্মর্ষি যেমন শুকদেব,—একখানি বইও কাছে নাই। দেবর্ষি যেমন নারদ। রাজর্ষি জনক,--নিষ্কাম কৰ্ম্ম করে । “দেবীভক্ত ধৰ্ম্ম মোক্ষ দুইই পায় । আবার অর্থ কামও ভোগ করে। “তোমাকে একদিন দেবী-পুত্র দেখেছিলাম । তোমার দুইই। আছে, যোগ আর ভোগ। না হলে তোমার চেহার শুষ্ক হ’ত । [ ঘাটে ঠাকুরের দেবীভক্ত দর্শন। নবীন নিয়োগীর যোগ ও ভোগ । ] “সৰ্ব্বত্যাগীর চেহারা শুষ্ক । একজন দেবীভক্তকে ঘাটে দেখেছিলাম । নিজে খাচ্ছে আর সেই সঙ্গে দেবীপূজা কচ্ছে। সন্তান-ভাব। “তবে বেশী টাকা হওয়া ভাল নয়। যদু মল্লিককে এখন দেখলাম, ডুবে গেছে । বেশী টাকা হয়েছে কিনা ! “নবীন নিয়োগী,—তারও যোগ ও ভোগ দুইই আহে । দুর্গাপূজার সময় দেখি, বাপ ব্যাটা দুজনেহ চামর কচ্ছে । সুরেন্দ্র । আজ্ঞা, ধ্যান হয় না কেন ? শ্রীরামকৃষ্ণ । স্মরণ মনন ত আছে ? সুরেন্দ্র । আজ্ঞা, মা মা বলে ঘুমিয়ে পড়ি । স্ত্রীরামকৃষ্ণ । খুব ভাল। স্মরণ মনন থাকলেই হলো । ঠাকুর সুরেন্দ্রের ভার লইয়াছেন, আর র্তাহার ভাবনা কি ? চতুর্থ পরিচ্ছেদ । [ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যোগ শিক্ষা । শিবদংহিতা । ] সন্ধ্যার পর ঠাকুর ভক্তসঙ্গে বসিয়া আছেন। মণি ও ভক্তদের সহিত মেজেতে বসিয়া আছেন। যোগের বিষয়—ষট চক্রের বিষয় – কথা কহিতেছেন। শিব-সংহিতায় সেই সকল কথা আছে । শ্রীরামকৃষ্ণ । ঈড়া পিঙ্গল, সুষুম্বা ;—সুষুম্বার ভিতর সব পদা আছে ;—চিন্ময় । যেমন মোমের গাছ,—ডাল, পাল, ফল,—সব