পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর মন্দিরে নরেন্দ্র ত্ৰৈলোক্য প্রভৃতি ভক্তসঙ্গে ৯৫ ৷ - - ডুবে চিদানন্দরসে, মহাযোগ নিদ্রাবশে, দেখি রূপ অনিমেষে, নয়নে নয়নে রাখি । দেখে শুনে ভয় করে, প্রাণ কেঁদে ওঠে ডরে, রাখ আমায় বুকে ধরে, স্নেহে অঞ্চলি ঢাকি (মা)। ঠাকুর শুনিতে শুনিতে প্রেমাশ্র বিসর্জন করিতেছেন । আর । বলিতেছেন, আহা ! কি ভাব ! ত্ৰৈলোক্য আবার গাহিতেছেন— (লোফ ) লজ্জা নিবারণ হরি আমার । ( দেখে দেখো হে—যেন—মনোবাঞ্ছা পূর্ণ হয় ) । ভকতের মান, ওহে ভগবান, তুমি বিনা কে রাখিবে আর । তুমি প্রাণপতি প্রাণধার, আমি চিরক্রাত দাস তোমার ! ( দেখো দেখো দেখে হে ) । ( বড় দশকশী ) তুয়া পদ সার করি, জাতি কুল পরিহরি, লাজ ভয়ে দিতু জলাঞ্জলি ( এখন কোথা বা যাই হে, পথের পথিক হ’য়ে ) ; অব হাম তোর লাগি, হইতু কলঙ্কভাগী, গঞ্জে লোকে কত মন্দ বলি । ( কত নিন্দ করে হে ), ( তোমায় ভালবাসি বলে ) ( ঘরে পরে গঞ্জন হে ) সরম ভরম মোর, অবহি সকল তোর, রাখ বা না রাখ তব দায় ( দাসের মানে তোমারি মান হরি ), r তুমি হে হৃদয় স্বামী, তব মানে মানী আমি, কর নাথ ঘেঁউ তুহে ভায়।