পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/২৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪০ শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত-৩য় ভাগ [ ১৮৮৫, ৯ইa গান-চিন্তয় মম মানস হরি চিদঘন নিরঞ্জন । । গান—চমৎকার অপার জগৎ রচনা তোমার । । গান—গগনের থালে রবি চন্দ্র দীপক জলে, . তারকামণ্ডল চমকে মোতি রে । ধুপ মলয়ানিল, পবন চামর করে, সকল বনরাজি ফুটন্ত জ্যোতি রে । কেমন আরতি হে ভবখণ্ডন তব আরতি, অনাহত শব্দ বাজন্ত ভেরী রে। গান—সেই এক পুরাতন, পুরুষ নিরঞ্জনে, চিত্ত সমাধান কর রে । নারা’ণের অনুরোধে আবার নরেন্দ্র গাইতেছেন— এস মা এস মা, ও হৃদয়-রম, পরাণ পুতলী গো । হৃদয় আসনে, হও মা আসন, নির্খি ভোরে গে। . আছি জন্মাবধি তোর মুখ চেয়ে, པ༥་ জান মা জননী কি হ্লখ পেয়ে, একবার হৃদয়কমল বিকাশ করিয়ে, • প্রকাশ তাহে আনন্দময়ী ॥ [ শ্রীরামকৃষ্ণ সমাধি মন্দিরে—তাহার ব্ৰহ্মজ্ঞানের অবস্থা ] নরেন্দ্র নিজের মনে গান গাইতেছেন— নিবিড় আঁধারে মা তোর চমকে অরূপ রাশি। তাই যোগী ধ্যান ধরে হ’য়ে গিরিগুহাবাসী | সমাধির এই গান শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন। নরেন্দ্র আর একবার সেই গানটি গাইতেছেন— হরি রস মদিরা পিয়ে মম মানস মাতরে । Ç

*