পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ পরিচ্ছেদ । ঈশ্বরকে ভালবাসা জীবনের উদ্যে The end of life শ্রীরামকৃষ্ণ-বিশ্বাস আর ভক্তি। তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়। তিনি ভাবের বিষয় ? এ কথা বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার গান ধরিলেন – মন কি তত্ত্ব কর র্তারে, যেন উন্মত্ত আঁধার ঘরে । সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে ॥ অগ্রে শশী বশীভূত কর তব শক্তি সারে। ওরে কোটার ভিতর চোর কুটারী, ভোর হ'লে সে লুকাবে রে ॥ ষড়দর্শনে না পায় দরশন, আগম নিগম তন্ত্রসারে। সে যে ভক্তি রসের রসিক, সদানন্দে বিরাজ করে পুরে । সে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে । হ’লে ভাবের উদয় লয় সে যেমন, লোহাকে চুম্বকে ধরে। প্রসাদ বলে মাতৃভাবে আমি তত্ত্ব করি র্যারে। সেটা চাতরে কি ভাঙবো হাড়ি বোঝ না রে মন ঠারে ঠোরে ॥ [ ঠাকুর সমাধিমন্দিরে ] গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হইয়াছেন । হাত অঞ্জলিবদ্ধ। দেহ উন্নত ও স্থির ! নেত্রদ্বয় স্পন্দহীন ! সেই বেঞ্চের উপর পশ্চিমাস্ত হইয়া পা বুলাইয়া বসিয়া আছেন। সকলে উদগ্রীব হইয়া এই অদ্ভূত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগরও নিস্তব্ধ হইয় একদৃষ্টে দেখিতেছেন।