পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্তসঙ্গে . ৩১ মণি—আজ্ঞা, যাতে অর্থ বেশী হয় এ চেষ্টা কি করতে পারি? স্ত্রীরামকৃষ্ণ—বিদ্যার সংসারের জন্য পারা যায়। বেশী উপায়ের চষ্টা করবে কিন্তু সহপায়ে । উপাজ্জন করা উদ্দেশ্য নয়। ঈশ্বরের সব করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় ত সে টাকায় দাষ নাই । \, মণি—আজ্ঞা, পরিবারদের উপর কৰ্ত্তব্য কত দিন ? শ্রীরামকৃষ্ণ—তাদের খাওয়া পরার কষ্ট না থাকে। কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই, পাখীর ছানা খুটে খেতে শিখলে, আবার মার কাছে খেতে এলে, মা ঠোকর। মারে । মণি—কৰ্ম্ম কত দিন করতে হবে ? শ্রীরামকৃষ্ণ—ফল লাভ হলে আর ফুল থাকে না । ঈশ্বর লাভ হলে কৰ্ম্ম আর করতে হয় না । মনও লাগে না । “মাতাল বেশী মদ খেয়ে হুস রাখতে পারে না— আনা খেলে কাজকৰ্ম্ম চলতে পারে ! ঈশ্বরের দিকে যতই এগুবে ততই তিনি কৰ্ম্ম কমিয়ে দিবেন। ভয় নাই। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ী ক্রমে ক্রমে কৰ্ম্ম কমিয়ে দেয় । দশ মাস হ’লে আদপে কৰ্ম্ম করতে দেয় না । ছেলেটি হ’লে ঐটিকেই নিয়ে নাড়া চাড়া করে । “যে কটা কৰ্ম্ম আছে, সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত । গৃহিণী বাড়ীর রাধ। বাড়া আর আর কাজকৰ্ম্ম সেরে যখন নাইতে গেল, তখন আর ফেরে না,—তখন ডাকাডাকি করলেও আর আসবে না। [ ঈশ্বর লাভ ও ঈশ্বর দর্শন কি ? উপায় কি ? ] মণি-আজ্ঞা, ঈশ্বরলাভ এর মানে কি ? আর ঈশ্বর দর্শন কাকে বলে ? আর কেমন করে হয় ?