পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতা রাজপথে ভক্তসঙ্গে • ৫১ ৷ * -. - . . . মণি—বিদ্যাতে একটা উপকার হয়, এইটি বোধ হয় যে আমি কিছু জানি না—আর আমি কিছুই নই। । স্ত্রীরামকৃষ্ণ—ঠিক ঠিক। আমি কিছুই নই –আমি কিছুই নই। —আচ্ছা, তোমার ইংরাজী জ্যোতিষে বিশ্বাস আছে । মণি—ওদের নিয়ম অনুসারে নূতন আবিক্রিয়া (Discovery ) | হতে পারে, ইউরেনাস (Uranus ) গ্রহের এলোমেলো চলন দেখে দূরবীন দিয়ে সন্ধান করে দেখলে যে নূতন একটি গ্রহ (Neptune) জল জল করছে। আবার গ্রহণ গণনা হতে পারে । শ্রীরামকৃষ্ণ—তা হয় বটে। - গাড়ী চলিতেছে,—প্রায় অধরের বাড়ীর নিকট আসিল । ঠাকুর । মণিকে বলিতেছেন— “সত্যেতে থাকবে, তা হ’লেই ঈশ্বর লাভ হবে।” মণি—আর একটি কথা আপনি নবদ্বীপ গোস্বামীকে বলেছিলেন, হে ঈশ্বর ! আমি তোমায় চাই। দেখে, যেন তোমার ভুবনমোহিনী মায়ার ঐশ্বৰ্য্যে মুগ্ধ কোরো না –আমি তোমায় চাই । শ্রীরামকৃষ্ণ—হী, ঐটি আন্তরিক বলতে হবে।