পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছে । গ্রীযুক্ত অধর সেনের বাটতে কীৰ্ত্তনানন্দে । ঠাকুর শ্রীরামকৃষ্ণ অধরের বাড়ী আসিয়াছেন। রামলাল, মাষ্টার, অধর আর অন্য অন্য ভক্ত র্তাহার কাছে অধরের বৈঠকখানায় বসিয়া আছেন। পাড়ার দু' চারিটি লোক ঠাকুরকে দেখিতে আসিয়াছেন । রাখালের পিত কলিকাতায় আছেন,-রাখাল সেইখানেই আছেন। শ্রীরামকৃষ্ণ ( অধরের প্রতি )—কৈ রাখালকে খবর দাও নাই ? অধর—আজ্ঞে হা, তাকে খবর দিয়াছি। রাখলের জন্য ঠাকুরকে ব্যস্ত দেখিয়া অধর দ্বিরুক্তি না করিয়া রাখালকে আনিতে একটি লোক সঙ্গে নিজের গাড়ী পাঠাইয়। দিলেন । অধর ঠাকুরের কাছে বসিলেন । আজ ঠাকুরকে দর্শন জন্য অধর ব্যাকুল হইয়াছিলেন। ঠাকুরের এখানে আসিবার কথা পূৰ্ব্বে কিছু ঠিক ছিল না, ঈশ্বরের ইচ্ছায় তিনি আসিয়া পড়িয়াছেন । অধর–আঁপনি অনেকদিন আসেন নাই। আমি আজ ডেকে .ছিলাম,—এমন কি চোখ দিয়ে জল পড়েছিল | শ্রীরামকৃষ্ণ (প্রসন্ন হইয়া, সহস্তে )—বল কি গো ! সন্ধ্যা হইয়াছে। বৈঠকখানায় আলো জ্বালা হইল। ঠাকুর যোড়হস্তে জগন্মাতাকে প্রণাম করিয়া নিঃশব্দে বুঝি মূলমন্ত্র জপ করিলেন । তৎপরে মধুর স্বরে নাম করিতেছেন। বলিতেছেন, গোবিন্দ, গোবিন্দ, সচ্চিদানন্দ, হরিবোল! হরিবোল ! নাম করিতেছেন আর যেন মধু বর্ষণ হইতেছে। ভক্তেরা অবাক হইয়া সেই