পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जच्ङभ अब्रिटण्झन नाम्रैाजटम्न निष्ठानन्नब९श्र ७ धैोब्राश्रङ्गट्याङ्ग प्लेन्नौभन [माच्छेोब्र, बाबद्भद्राश्र, थक्लमाब्र निङानन्नबर८णब्र ८गान्बाश्रौ] নবদ্বীপে নিত্যানন্দ আসিয়াছেন, তিনি নিমাইকে খুজিতেছেন এমন সময় নিমাই-এর সহিত দেখা হইল। নিমাইও তাঁকে খুজিতেছিলেন। মিলনের -পর নিমাই বলিতেছেন— সাথক জীবন ; সত্য মম ফলেছে স্বপন ; লকাইলে স্বপেন দেখা দিয়ে। শ্রীরামকৃষ্ণ (মাস্টারকে গদগদ সবরে)—নিমাই বলছে, সবপেন দেখেছি! ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিল্ট হইয়া ষড়ভুজ দশন করিতেছেন। গৌরাঙ্গের ঈশ্বর আবেশ হইয়াছে। তিনি অদ্বৈত, শ্ৰীবাস, হরিদাস ইত্যাদির সহিত ভাবে কথা কহিতেছেন। গৌরাঙ্গের ভাব বুঝিতে পারিয়া নিতাই গান গাইতেছেন— কই কৃষ্ণ এল কুঞ্জে প্রাণ সই! দে রে কৃষ্ণ দে, কৃষ্ণ এনে দে, রাধা জানে কি গো কৃষ্ণ বই। Q শ্রীরামকৃষ্ণ গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন। অনেকক্ষণ ঐ ভাবে রহিলেন। কনসার্ট চলিতে লাগিল। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। ইতিমধ্যে খড়দার নিত্যানন্দ গোস্বামীর বংশের একটি বাব আসিয়াছেন ও ঠাকুরের চেয়ারের পশ্চাতে দাঁড়াইয়া আছেন। বয়স ৩৪/৩৫ হইবে । ঠাকুর তাঁহাকে দেখিয়া আনন্দে ভাসিতে লাগিলেন। তাঁহার হাত ধরিয়া কত কথা কহিতেছেন। মাঝে মাঝে তাঁহাকে বলিতেছেন, “এখানে বোসো না ; তুমি এখানে থাকলে খুব উদ্দীপন হয়।” সস্নেহে তাহার হাত ধরিয়া যেন খেলা করিতেছেন। সস্নেহে মুখে হাত দিয়া আদর করিতেছেন। গোস্বামী চলিয়া গেলে মাছটারকে বলিতেছেন, “ও বড় পণ্ডিত বাপ বড় ভক্ত। আমি খড়দার শ্যামসন্দের দেখতে গেলে, যে ভোগ একশ টাকা দিলে পাওয়া যায় না, সেই ভোগ এনে আমায়, খাওয়ায়। “এর লক্ষণ বড় ভাল ; একটা নেড়ে চেড়ে দিলে চৈতন্য হয়। ওকে দেখতে দেখতে বড় উদ্দীপন হয়। আর একটা হ’লে আমি দাঁড়িয়ে পড়তুম।” গোস্বামীকে দেখিতে দেখিতে আর একটা হ’লে ঠাকুরের ভাব-সমাধি হইত ; এই কথা বলিতেছেন।