পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ.djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কলিকাতায়-সমরেন্দ্রভবনে श्नव अग्निट्त्र se শেষে শ্রীরাধাকৃষ্ণের মিলন গান হইল— ধনী মালা গীথে, শ্যামগলে দোলাইতে, এমন সময় আইল সম্মখে শ্যাম গণমণি। [शान-बद्भशलभिजन ] নিধৰনে শ্যামবিনোদিনী ভোর। দ:হার রাপের নাহিক উপমা প্রেমের নাহিক ওর ॥ হিরণ কিরণ আধ বরণ আধ নীল মণি-জ্যোতি। আধ গলে বন-মালা বিরাজিত আধ গলে গজমতি৷ আধ শ্রবণে মকর-কুন্ডল আধ রতন ছবি। আধ কপালে চাঁদের উদয় আধ কপালে রবি ৷ আধ শিরে শোভে ময়র শিখণ্ড আধ শিরে দোলে বেণী। কনক কমল করে ঝলমল, ফণী উগারবে মণি ॥ কীত্তন থামিল। ঠাকুর, ভাগৰত ডক্ত ভগবান এই মন্ত্র উচ্চারণ করিয়া বার বার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। চতুদিকের ভক্তদের উদ্দেশ করিয়া প্রণাম করিতেছেন ও সংকীৰ্ত্তনভূমির ধুলি গ্রহণ করিয়া মস্তকে দিতেছেন। फूज्रौग्न अब्रिट्झन O ठेाकूङ्ग टैंोब्राबैङ्कक् ७°नाकाब्र निब्राकाङ्ग রাত্রি প্রায় সাড়ে নয়টা। শ্রীশ্রীঅন্নপাণ ঠাকুরদালান আলো করিয়া আছেন। সম্মখে ঠাকুরু শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দাঁড়াইয়া। সরেন্দ্র, রাখাল, কেদার, মাস্টার, রাম, মনোমোহন ও অন্যান্য অনেক ভক্তেরা রহিয়াছেন। তাঁহারা সকলে ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইয়াছেন। সরেন্দ্র সকলকে পরিতোষ করিয়া খাওয়াইয়াছেন। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্ববর বাগানে প্রত্যাবৰ্ত্তন করিবেন। ভক্তেরাও সব সব ধামে চলিয়া যাইবেন। সকলেই ঠাকুরদালানে আসিয়া সমবেত হইয়াছেন। সরেন্দ্র (শ্রীরামকৃষ্ণের প্রতি)—আজি কিন্তু মায়ের নাম একটিও হলো না। শ্রীরামকৃষ্ণ (ঠাকুরের প্রতিমা দেখাইয়া)—আহা, কেমন দালানের শোভা হয়েছে। মা যেন আলো করে বসে আছেন। এরপ দশন কল্পে কত আনন্দ হয়। ভোগের ইচ্ছা, শোক, এ সব পালিয়ে যায়। তবে নিরাকার কি দশন হয় না—তা নয়। বিষয়-বন্ধি একটাও থাকলে হবে না ; ঋষিরা সবত্যাগ করে অখণ্ড সচ্চিদানদেৱ চিন্তা করেছিলেন। C