পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে $$') ঐরামকৃষ্ণ ( হাজরার প্রতি )—সমাধি, ভাব, প্রেমের বটে। ও দেশে ( শু্যামবাজারে ) নটবর গোস্বামীর বাড়ীতে কীৰ্ত্তন হচ্ছিল—শ্ৰীকৃষ্ণ ও গোপীগণ দর্শন করে সমাধিস্থ হলাম ! বোধ হ’ল আমার লিঙ্গ শরীর (সুক্ষ্ম শরীর )শ্ৰীকৃষ্ণের পায় পায় বেড়াচ্চে ! “জোড়াসাঁকে হরি সভায় ঐরূপ কীৰ্ত্তনের সময় সমাধি হয়ে বাহশূন্ত । সে দিন দেহ ত্যাগের সম্ভাবনা ছিল |” ঐরামকৃষ্ণ স্নান করিতে গেলেন। স্নানান্তর ঐ গোপী প্রেমেরই কথা বলিতেছেন। ( মণি প্রভৃতির প্রতি)–গোপীদের ঐ টানটুকু নিতে হয় । “এই সব গান গাইবে— সখি সে বন কতদূর (যেখানে আমার তামস্বন্দর) ( আর যে চলিতে নারি । ) গান ঘরে যাবই যে না গো ! যে ঘরে কৃষ্ণ নামটি করা দায় ( সঙ্গিনিয়া)। श्लेिषो শ্রীরামকৃষ্ণ রাখালের জন্ত ৬সিদ্ধেশ্বরীকে ডাব চিনি মানিয়াছেন। মণিকে বলিতেছেন, ‘তুমি ডাব চিনির দাম দিবে।’ বৈকালে শ্রীরামকৃষ্ণ রাখাল, মণি প্রভৃতির সঙ্গে ঠনঠনের ৮সিদ্ধেশ্বরী মন্দির অভিমুখে গাড়ী করিয়া আসিতেছেন। পথে সিমুলিয়া বাজার, সেখানে ডাব চিনি কেনা হইল। মন্দিরে আসিয়া ভক্তদের বলিতেছেন, একটা ডাব কেটে চিনি দিয়ে মার কাছে দাও ।