পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ>8 শ্ৰীশ্ৰীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ পরিশিষ্ট that any failure of kindness on their part to the least of these would immediately have lost them his presence.” দেশের লোকের কিরূপে দারিদ্র্য-দুঃখ বিমোচন হয়, তাহাদের কিসে সংশিক্ষা হয়, কিসে তাহদের ধৰ্ম্মসঞ্চয় হয়, এই জন্ত স্বামী সৰ্ব্বদা ভাবিতেন । কিন্তু তিনি দেশের লোকের জন্য যেরূপ দুঃখিত ছিলেন, আফ্রিকাবাসী নিগ্রোর জন্তও সেইরূপ দুঃখিত থাকিতেন। শ্ৰীমতী নিবেদিতা বলেন, স্বামী যখন wfo United States (colored man ) or of oil or kits evosīখ্যান করিয়াছিলেন। কিন্তু যখন তাহারা শুনিলেন, ইনি তাহা নহেন, ইনি হিন্দু সন্ন্যাসী ও বিখ্যাত স্বামী বিবেকানন্দ তখন র্তাহারাই অতি সমাদরে তাহাকে লইয়া গিয়া সেবা করিয়াছিলেন । র্তাহারা বলিলেন, স্বামী, যখন আমরা তোমাকে বলিলাম, “তুমি কি আফ্রিকাবাসী” তখন তুমি কিছু না বলিয়া চলিয়। গয়াছিলে কেন ?” স্বামী বলিলেন, "কেন, আফ্রিকাবাসী নিগ্রো কি আমার ভাই নয় ?” অর্থাৎ স্বদেশবাসী কি জগৎছাড়া ? নিগ্রোকেও যেমন ভালবাসা স্বদেশপাসীকেও সেইরূপ ভালবাসা ; তবে তাছাদের সঙ্গে সৰ্ব্বদাই থাকা, তাই তাহাদের সেব। আগে । ইহারই নাম অনাসক্ত হইয়া সেবা । ইঙ্গরই নাম কৰ্ম্মযোগ। সকলেই কৰ্ম্ম করে, কিন্তু কৰ্ম্মযোগ বড় কঠিন। সব ত্যাগ ক’রে অনেক দিন ধরিয়া নির্জনে ভগবানের ধ্যান চিস্তা না করিলে এরূপ স্বদেশের উপকার করা যায় না । ‘আমার দেশ’ বলিয়া নয়, তাহা হইলে ত মায়া হইল ; তোমার ( ঈশ্বরের ) এরা, তাই এদের সেবা করিব । তোমার আদেশ , তাই দেশের সেবা করিব ; তোমারই এ কায আমি তোমার দাস, তাই এই ব্রত পালন করিতেছি, সিদ্ধি হউক, অসিদ্ধি হউক, সে তুমি জান ; আমার নামের জন্ত নয়, এতে তোমার মহিমা প্রকাশ হইবে। যথার্থ স্বদেশহিতৈষিতা ( ideal patriotism ) কাহাকে বলে, লোকশিক্ষার জন্ত তাই এই দুরূহ ব্ৰত অবলম্বন করিয়াছিলেন। যাহাদের গৃহপরিজন আছে, কখনও ভগবানের জন্ত যাহারা ব্যাকুল হয় নাই, যাহারা ,ত্যাগ এই কথা শুনিয়া ঈষৎ হান্ত করে, যাহাদের মন সৰ্ব্বদা কামিনীকাঞ্চন