পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কমল কুটিরে হীরামকৃষ্ণ S& লোক ; আর যেন ভয় করিতেছেন, কেশব পাছে অন্ত কারু, অর্থাৎ সংসারের, হয়েন ! তাহার দিকে তাকাইয়া আবার গান ধরিলেন— কথা বলতে ডরাই, না বললেও ডরাই। মনের সন্দ হয়, পাছে তোমা ধনে হারাই হারাই ॥ আমরা জানি যে মস্তোর, দিলাম তোরে সেই মন তোর। এখন মন তোর, যে মন্ত্রে বিপদেতে তরি তরাই ॥ ‘আমি জানি যে মন-তোর, দিলাম তোরে, সেই মস্তোর, এখন মন তোর।’ অর্থাৎ সব ত্যাগ ক’রে ভগবানকে ডাক, তিনিই সত্য, আর সব অনিত্য ; তাকে না লাভ করলে কিছুই হ’ল না! এই মহামন্ত্র। আবার উপবেশন করিয়া ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। র্তাহাকে জল খাওয়াইবার জন্য উদযোগ হইতেছে। হল-ঘরের এক পাশে একটি ব্ৰহ্মভক্ত পিয়ানো বাজাইতেছেন। শ্রীরামকৃষ্ণ হাস্তবদন ; বালকের ন্তায় পিয়ানোর কাছে গিয়া দাড়াইয়া দেখিতেছেন। একটু পরেই অন্তঃপুরে তাহাকে লইয়া যাওয়া হইল। জল খাইবেন। আর মেয়েরাও প্ৰণাম করিবেন। --> ঠাকুর শ্রীরামকৃষ্ণের জলসেবা হইল। এইবারে তিনি গাড়ীতে উঠিলেন। ব্ৰহ্ম-ভক্তেরা সকলেই গাড়ীর কাছে দাড়াইয়া আছেন। কমল কুটীর হইতে গাড়ী দক্ষিণেশ্বর মন্দিরাভিমুখে যাত্রা করিল।