পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীশ্রীরামকৃষ্ণের দৈনিক চরিত্র—১৮৮৫ © > ፃ উপস্থিত–মাষ্টার, ক্ষীরোদ, পণ্ট, বিনোদ, ছোট নরেন ; রাম, গিরীশ, দেবেঙ্গ, অক্ষয়, উপেন্দ্র প্রভৃতি। [ ৩য় ভাগ—১৩শ খণ্ড ১২-৪-৮৫ চৈত্র-কৃষ্ণ-ত্রয়োদশী। বলরাম মন্দিরে। চড়কপূজা। বিষয়—শ্ৰীমুখকথিত চরিতামৃত । গিরীশ, মাষ্টার, বলরাম প্রভৃতির সহিত কথা। ঠাকুরের সাত্ত্বিক, রাজসিক ও তামসিক সাধন ও নিত্যলীলা যোগ । ঠাকুরের মহাভাবের অবস্থা। সত্যকথা কলির তপস্তা। ভক্তির তম: ও ঈশ্বরলাভ। মহেন্দ্র মুখুয্যের প্রতি উপদেশ ত্ৰৈলোক্যের গান। ত্ৰৈলোক্যের সহিত গিরীশের বিচার। ঠাকুরের মীমাংসা। উপস্থিত—গিরীশ, মাষ্টার, বলরাম, ছোট নরেন, পণ্ট, দ্বিজ, পূর্ণ মহেন্দ্র মুখুয্যে, ত্ৰৈলোক্য, জয়গোপাল, ব্রাহ্মভক্তগণ, মুখুয্যেদের হরি প্রভৃতি। [9 하이-8에 원S) ২৪-৪-৮৫—বৈশাখ-শুক্লী-দশমী। কলিকাতায় গিরীশ মন্দিরে। বিষয়—মধ্যাহ্নের পর বলরামের বৈঠকখানায় মাষ্টার, যোগীন্দ্র, বাবুরাম, নরেন্দ্র প্রভৃতির সঙ্গে কথা । গিরীশের বৈঠকখানা। মহিমাচরণ ও গিরীশের অবতার সম্বন্ধে বিচার। কীৰ্ত্তন-পূৰ্বরাগ। নরেন্দ্রাদি সাঙ্গোপাঙ্গ লইয়া ঠাকুরের কীৰ্ত্তন ও নৃত্য। নরেন্দ্রের সহিত হাজরার কথা । মহিমাচরণ ও ভবনাথের সহিত কথা । উপস্থিত–মাষ্টার, যোগীন, বাবুরাম, রাম, ভবনাথ, নরেন্দ্র, ছোট নরেন, গিরীশ, মহিমাচরণ, চুনি, বলরাম, কীৰ্ত্তনীয়া। [ ২য় ভাগ—২৪শ খণ্ড ৯-৫-৮৫—বৈশাখ-কৃষ্ণ-দশমী। বলরামমন্দিরে। বিষয়-বলরামের বৈঠকখানা। হিন্দুস্থানী ভিখারীর গান। নরেন্দ্রের সহিত হাজরার কথা। নরেন্দ্র, গিরীশ, পলটু, যোগীন, মাষ্টার, ভবনাথ, প্রভৃতির মধ্যে অবতার সম্বন্ধে বিচার। ঠাকুরের মীমাংসা। পূর্ণকে জল খাওয়ান। নরেন্দ্রের গান। ঠাকুরের সমাধি ও ভাবাবস্থার কথা। ব্ৰহ্মজ্ঞানের পর ভক্তি। ভক্তদের নিকট ঠাকুরের অঙ্গীকার।