পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৩৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N to අළු`ඵ8 শ্ৰীশ্ৰীরামকৃষ্ণ কথামৃত—৫ম ভাগ [ পরিশিষ্ট বৈষ্ণব চরণ—২য়—বলেছিল, মানুষে ঈশ্বরদর্শন হ’লে পূর্ণ জ্ঞান হবে, ১৩ ২ ; সেজে। বাবুর কাছে বলে ফেল্পে, মুক্তিদেবার একমাত্র কৰ্ত্তা কেশব, ১৩, ৩ : শেষে নরলীলাতেই মনটি কুড়িয়ে আসে, ২২, ৩ । ৩য়—তোমার মুখে সেইগুলি শুনতে আসি ৪ ১ । ৪র্থ—বলতো, নরলীলায় বিশ্বাস হ’লে পূর্ণজ্ঞান হবে, ১১, ২ ; বলতে যে যাকে ভালবাসে, তাকে ইষ্ট বলে জানলে শীঘ্র ভগবানে মন হয়, ১২, ১ : সেজ বাবুর কাছে শাক্তের নিন্দ করেছিল, ১৫, ১ । রতির মা বৈষ্ণবচণের দলের লোক, ১৫, ১ । ৫ম—বলতো, তিনি শুদ্ধ মন শুদ্ধবুদ্ধির গোচর, বলতে পাপ, পাপ এ সৰ কি, আনন্দ করে। ৫, ৪ । 翻 মখুর বাবু-১ম—রাধা কাস্তের গহনা চুরি উপলক্ষে, ৩, ৭, দেবেন্দ্র ঠাকুরের নিকট ঠাকুরকে লইয়া যাওয়া. ১৩, ৫ ; ঠাকুরের সঙ্গে বৃন্দাবনে, ১৩, ৭ ; চন্দ্র হালদার সম্পর্কে, ১৬, ৫ ; সঙ্গে গমন ও পণ্ডিতদের সঙ্গে বিচার, ১৭ ৩ ; তুমি মানো আর না মনো’, ১৭, ৪ । ২য়—সঙ্গে তীর্থে কাণীতে—রাজা বাবুর বাড়ীতে ঠাকুরের “মা কোথায় আললে” বলে কাল্লা, ১, ১ ; জানবাজারের বাটীতে দিনকতক রাখলে, ৬, ২ : সঙ্গে দেবেন্দ্র ঠাকুর দর্শন, ৭, ১ ; বাগবাজারের পোলের কাছে দীন মুখুয্যের বাড়ী, ৭, ১ ; বিষ্ণুঘরের গয়না চুরির কথা, ১০, ৪ ; মা একজন বড় মানুষ পেছনে দাও, তাই তো সেজ বাবু এতো সেবা করলে, ১১, ২, সঙ্গে বজরায় নবদ্বীপ দর্শন কথা, ১৪৩ ৷ ৩য়—সঙ্গে রাজাবাবুদের বৈঠকখানায়, ৩, ২ ; সঙ্গে বৃন্দাবনে, ৩, ২ ; ভাব হলো সৰ্ব্বদাই মাতালের মত, ১৫ ১ ; তুমি ও সব কেন ব’লবে’, ১৭, ৪ । ৪র্থ-বিড়ালকে ঈশ্বরী বোধে লুচী খাওয়ান ও খাজাঞ্চীর পত্রসম্বন্ধে, ৭, ৩ ; ঠাকুরের মধ্যে ঈশ্বরী দর্শন, ৮, ২ ; ঠাকুরের সঙ্গে জানবাজারে একত্র শয়ন, ১০, ৬ ; ঠাকুরকে তালুক লিখে দিতে যাওয়া, ১৩, ৪ ; বৈষ্ণবচরণের উপর বিরক্তি-শাক্সের নিনা শুনে, ১৫, ১ ; রাধাকাস্তের গয়না চুরি হওয়াতে তিরস্কার, ১৮, ৪ ; ঠাকুরের আদেশে সাধু সেবার আলাদা ভাড়ার, ২০, ২ ;