পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তসঙ্গে শ্রীরামকৃষ্ণ 6్సరి শ্রীরামকৃষ্ণ (সহস্তে )—'সাধু বাসা পাকড় লিয়া’। তুমি এত বড় রসিক ; তোমার ভিতর থেকে এত মিষ্ট রস বেরুচ্ছে ! গোস্বামী—প্ৰভু, আমি চিনির বলদ, চিনির আস্বাদন করতে কই পেলাম ? আবার কীৰ্ত্তন চলিতে লাগিল ৷ কীৰ্ত্তণীয়া শ্ৰীমতীর দশা বর্ণনা করিতেছেন— “কোকিল-কুল কুৰ্ব্বতি কলনাদম্” কোকিলের কলনাদ শুনে শ্ৰীমতীর বজ্রধ্বনি বলে মনে হচ্ছে। তাই জৈমিনির নাম ক’চ্ছেন। আর ব’লছেন, সখি, কৃষ্ণ বিরহে এ প্রাণ থাকিবে না, ‘রেখে দেহ তমালের ডালে |’ .." গোস্বামী রাধাপ্তামের মিলন গান গাছিয়া কীৰ্ত্তন সমাপ্ত করিলেন । Φ. ΣΑ