পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীরামকৃষ্ণ মণিরামপুর তক্তসঙ্গে । ఆలి “যার অজ্ঞান, তারা যেন মাটর দেওয়ালের ঘরের তিতর রয়েছে। ভিতরে তেমন আলো নাই, আবার বাহিরের কোন জিনিষ দেখতে পাচ্ছেনা। জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কঁচের ঘরের ভিতর আছে। ভিতরে ཨནྡྷ་ཀ་ বাহিরেও আলো । ভিতরের জিনিষও দেখতে পায়, $ আর বাহিরের জিনিষ দেখতে পায়। Կ, [ ব্রহ্ম ও জগৎমাতা এক ] ம் *. s که এক বই আর কিছু নাই। সেই পরব্রহ্ম ‘আমি যতক্ষণ রেখে দেন, ততক্ষণ দেথান যে আদ্যাশক্তি রূপে স্বষ্টি স্থিতি প্রলয় করছেন।” “যিনিই ব্ৰহ্ম তিনিই আদ্যাশক্তি। একজন রাজা বলেছিল, আমায় এক কথায় জ্ঞান দিতে হবে। যোগী বললে, আচ্ছা তুমি এক কথাতেই জ্ঞান পাবে। খানিকক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন যাদুকর এসে উপস্থিত। রাজা দেখলে, সে এসে কেবল দুটো আঙ্গুল ঘুরাচ্ছে, আর বলছে—‘রাজা; এই দেখ, এই দেখ’। রাজা অবাকৃ হয়ে দেখছে। খানিকক্ষণ পরে দেখে দুটা আঙ্গুল একটা আঙ্গুল হয়ে গেছে। যাদুকর একটা আঙ্গুল ঘোরাতে ঘোরাতে বলছে— ‘রাজা এই দেখ, রাজা এই দেখ। অর্থাৎ ব্রহ্ম আর আদ্যাশক্তি প্রথম দুটা বোধ হয়। কিন্তু ব্ৰহ্মজ্ঞান হলে আর দুটা থাকে না! অভেদ ! এক ! ষে ७८कब्र छूहे ब्राहे ! अहेखडम।”