পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ֆbro শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । ১৮৮৪, ২৬অক্টোবর। L S S S S S SSASAS SSAS SSAS SSeESAASAAAS می تیمه تعیی) یا ۹عی گیای ۹.۹ تا ۹ تیر ۶۹ه পার্থিবং রজ:'-উস্তানের ধূলি পৰ্য্যন্ত মধুময় -ইচ্ছা হয় গোপনে ৰ৷ ভক্তসঙ্গে এই ধূলির উপর গড়াগড়ি দিই! ইচ্ছা হয়, উদ্যানের এক পার্থে দাড়াইয়া সমস্ত দিন এই মনোহারি গাঙ্গবারি দর্শন করি। ইচ্ছ। হয়, এই উষ্ঠানের তরুলতা গুল্মপত্রপুষ্পশোভিত মিগ্ধোজ্জল বৃক্ষগুলিকে আত্মীয়জ্ঞানে সাদর সম্ভাষণ ও প্রেমালিঙ্গন দান করি । এই ধুলির উপর দিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ পাদচারণ করেন । এই বৃক্ষ লতা গুল্ম মধ্য দিয়া তিনি কি অহরহঃ যাতায়াত করেন ! ইচ্ছা করে, জ্যোতিৰ্ম্ময় গগনপানে অনন্তদৃষ্ট হইয়া তাকাইয়। থাকি ! কেন না দেখিতেছি ভূলোক দু্যলোক সমস্তই প্রেমানন্দে ভাসিতেছে ! ঠাকুরবাড়ীর পূজারী, দৌবারিক, পরিচারক, কেন সকলকে পরমাত্মীয় বোধ হইতেছে—কেন_এ স্থান বছদিনান্তে_দৃষ্ট_জন্মভূমির_ন্তায় মধুর o সারিতেছে ? আকাশ, গঙ্গা, দেবমন্দির, উদ্যানপথ, বৃক্ষ, লতা, গুল্ম, সেবকগণ, আসনে উপবিষ্ট ভক্তগণ, সকলে যেন এক জিনিসের তৈয়ারী বোধ হইতেছে । যে জিনিসে নিৰ্ম্মিত শ্রীরামকৃষ্ণ, এরাও বোধ হইতেছে, সেই জিনিসের হইবেন! যেন একটা মোমের বাগান, গাছপালা, ফল পাত, সব মোমের ; বাগানের পথ, বাগানের মালী, বাগানের নিবাসীগণ, বাগানমধ্যস্থিত গৃহ সমস্তই মোমের । এখানকার সমস্ত যেন আনন্দ দিয়ে গড় ! শ্ৰীমনোমোহন, শ্ৰীযুক্ত মহিমাচরণ, মাষ্টার উপস্থিত ছিলেন। ক্রমে ঈশান, হৃদয় ও হাজরা। এরা ছাড়া অনেক ভক্তেরা ছিলেন। বলরাম, রাখাল, এরা তখন শ্ৰীবৃন্দাবনধামে। এই সময়ে নূতন ভক্তের আসেন যান ; নারাণ, পণ্ট, ছোট নরেন, তেজচন্দ্র, বিনোদ, হরিপদ। বাবুরাম আসিয়া মাঝে মাঝে থাকেন। রাম, স্বরেশ, কেদার ও দেবেন্দ্রাদি ভক্তগণ প্রায় আসেন— কেহ কেহ সপ্তাহান্তে, কেহ দুই সপ্তাহের পর। লাট থাকেন। যোগিনের ੇ নিকট, তিনি প্রায় প্রত্যহ যাতায়াত করেন। নরেন্দ্র মাঝে মাঝে আসেন, এলেই আনন্দের হাট। নরেন্দ্র তাহার সেই দেবহুলভ কণ্ঠে ভগবানের নামগুণ গান করেন, আমনি ঠাকুরের নানাবিধ ভাব ও সমাধি হইতে থাকে। একটী যেন উৎসব পড়িয়া যায়। ঠাকুরের ভারি ইচ্ছা, ছেলেদের কে স্থার কাছে রাত্রি দিন থাকেন, কেন না, তার সংসারে বিবাহাদিত্রে বা বিষয় কৰ্ম্মে আৰদ্ধ হয় নাই। বাবুরামকে থাকিতে বলেন; তিনি মাঝে - মাঝে থাকেন । ঐযুক্ত অধর সেন প্রায় আসেন।