পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२०७ ।। ঐত্রীরামকৃষ্ণকথামৃত । [ ১৮৮৫, ১১ মার্চ। MAMASAMAMAMAMMAMMMMASAMAAASAAAAS SAAAAAS AAAAA AMM AeeMS MMMeeSeAAAS SSAAAASA SAAAS AAAAA AAAAS AAAA S ee S ee SeeeSe S SSS SSS S eSSeSSeSSeSSeSSeSSeSSeSSeSSeSSeSSeSSeSSeSSeSSeSSeSSeSSeSSeSAeeSeeSeeeeAAAA এসো ; পূর্ণ, ছোট নরেন, নারণে এই সব ভক্তকে নিমন্ত্ৰণ ক’রে এসে। এদের খাওয়ালে নারায়ণকে খাওয়ান হয় । এরা সামান্য নয়, এর। ঈশ্বরাংশে জন্মেছে, এদের খাওয়ালে তোমার খুব ভাল হবে । বলরামের আলয়েই শ্ৰীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলাপ । এইখানেই রথের সময় কীৰ্ত্তনানন্দ । এই খানেই কতবার ‘প্রেমের দরবারে আনন্দের মেলা’ হইয়াছে ! { ‘পগুতি তব পস্থানম । ] মাষ্টার নিকটে একটী বিদ্যালয়ে পড়ান। শুনিয়াছেন, আজ দশটার সময় শ্রীরামকৃষ্ণ বলরামের বাটীতে আসিবেন । মাঝে অধ্যাপনার কিঞ্চিৎ অবসর পাইয়া বেলা দুই প্রহরের সময় ঐখানে আসিয়া উপস্থিত । আসিয় দর্শন ও প্রণাম করিলেন । ঠাকুর আহারাস্তে বৈঠকখানায় সেই ঘরে একটু বিশ্রাম করিতেছেন মাঝে মাঝে থলী থেকে কিছু মসল বা কাবাব চিনি খাচ্চেন । অল্পবয়স্ক ভক্তের চারিদিকে ঘেরিয়া বসিয়া আছেন। স্ত্রীরামকৃষ্ণ (সম্বেহে )। তুমি যে এখন এলে ? স্কুল নাই ? মাষ্টার । স্কুল থেকে আসছি—এখন সেখানে বিশেষ কাজ নাই । একজন ভক্ত। না মহাশয় । উনি স্কুল পালিয়ে এসেছেন ! ( সকলের * হাই ১ 1 * - भाडेब्र ( স্বগত: ) । হায়! কে যেন টেনে আনলে ! ঠাকুর যেন একটু চিন্তিত হইলেন। পরে মাষ্টারকে কাছে বসাইয়া কত কথা কহিতে লাগিলেন। আর বলিলেন, “আমার গামছাট। নিংড়ে দাও তে৷ গা ; আর জামাটা শুকোতে দাও ; আর আমার প। ট। একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দিতে পার ? মাষ্টার সেবা করিতে জানেন না, তাই ঠাকুর সেবা করিতে শিখাইতেছেন। মাষ্টার শশব্যস্ত হইয়া একে একে ঐ কাজs গুলি করিতে লাগিলেন । তিনি পায়ে হাত বুলাইতে লাগিলেন ও ক্রীরামকৃষ্ণ g কথাচ্ছলে কত উপদেশ দিতে লাগিলেন । - [ ঐরামকৃষ্ণ ও ঐশ্বৰ্য্যত্যাগের পরাকাষ্ঠী ; ঠিক সন্ন্যাসী। ] শ্রীরামকৃষ্ণ ( মাষ্টারের প্রতি ) ৷ ই্যাগ, এটা আমার ক'দিন ধরে হচ্চে কেন বল দেখি ? ধাতুর কোন জিনিসে হাত দেবার যে নাই। একবার একটা বাটতে হাত দিছিলুম ;-তা, হাতে শিঙ্গীমাছের কাটা ফোটা মত হ’লো। হাত ঝন ঝনু কন কন করতে লাগলো। গাড় না ছলে নয়, তাই মনে ক’বুলুম, গামছাখানা ঢাকা দিয়ে দেখি, তুলতে পারি কি না, যাই হাত দিয়েছি,