পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেবকহৃদয়ে । २२¢ 驛 - AeAMeSSeSSeSSeSSeSSeSSeSSeSSeAeeAeeASAe eeeee SAASAASSAAAAAAMAMMMSYAMMAAA AAAAS AAASASAAAeee eSeSeeSeAeeS AMS iS AMS MAAAASASASS SMMMAeMiA AeSeSeAM MAeS SeAA AMMMAAAA M. - s ہے গীত। ' সব দুঃখ দূর করিলে দরশন দিয়ে মোহিলে প্রাণ । সপ্ত লোক ভুলে শোক, তোমারে পাইয়ে— · কোথায় আমি অতি দীন হীন । গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের বহির্জগৎ ভুল হইয়া আসিতেছে। আবার নিমীলিত নেত্র।—ম্পন্দহীন দেহ। সমাধিস্থ। সমাধিভঙ্গের পর বলিতেছেন, “আমাকে কে লয়ে যাবে ?” বালক যেমন সঙ্গী না দেখলে অন্ধকার দেখে, সেইরূপ ! অনেক রাত হইয়াছে। ফাঙ্কন কৃষ্ণাদশমী ;–অন্ধকার রাত্রি। ঠাকুর দক্ষিণেশ্বরে সেই কালীবাড়ীতে যাইবেন । ঠাকুর গাড়ীতে উঠিবেন । ভক্তেরা গাড়ীর কাছে দাড়াইয়। তিনি উঠিতেছেন—অনেক সন্তপণে র্তাহাকে উঠানো হইতেছে। এখনো গগর মাতোয়ার । গাড়ী চলিয়া গেল। ভক্তেরা—যে যার বাড়ী যাইতেছেন। দশম পরিচ্ছেদ । সেবকহৃদয়ে । ] মস্তকের উপরে তারকামণ্ডিত নৈশগগন-হৃদয়পটে অদ্ভুত শ্রীরামকৃষ্ণছবি, স্মৃতিমধ্যে ভক্তের মজলিস—মুখস্বপ্নের ন্যায় নয়নপথে সেই প্রেমের হাট— কলিকাতার রাজপথে গৃহাভিমুখে ভক্তেরা যাইতেছেন । কেহ সরস বসস্তানিল সেবন করিতে করিতে সেই গানটী আবার গাইতে গাইতে যাচ্ছেন,— সব দুখ দূর করিলে দরশন দিয়ে— মোহিলে প্রাণ । মণি ভাবতে ভাবতে যাচ্ছেন, “সত্য সত্যই কি ঈশ্বর মানুষদেহ ধারণ করে আসেন ? অনন্ত কি শাস্ত হয় ? বিচার তো অনেক হ’ল । কি বুঝলাম, বিচারের দ্বারা কিছুই বুঝলাম না ! “ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বেশ ব’ল্লেন, যতক্ষণ বিচার—ততক্ষণ বস্তলাভ হয় নাই, ততক্ষণ ঈশ্বরকে পাওয়া যায় নাই ।” তাও বটে। এই তো এক

  • { ր . .