পাতা:শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ.djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९७8 শ্ৰীশ্রীরামকৃষ্ণকথামৃত । [১৮৮৫,২২ অক্টোবর। ASAMAMAMAAAA ** - - AMMAMAMAMMA AMAMMMAMMAMAeAMMAeeeeAAAA ناحیههایی به چشمههای সেই গামলায় কাপড়খানি ডুবিয়ে ব’লতে, ‘এই লও তোমার হলদে রঙ ’ নীলরঙে ছোপাতে চাইলে, আবার সেই একই গামলায় ডুবিয়ে সেই কথ, এই লও তোমার নীল রঙে ছোপান কাপড় । এই রকমে যে যে রঙে ছোপাতে চাইতো, তার কাপড় সেই রঙে সেই একই গামলা হ’তে ছোপান হত । এক জন লোক এই আশ্চৰ্য্য ব্যাপার দেখছিল। যার গামূল, সে জিজ্ঞাসা কর’লে, “কেমন হে ! তোমার কি রঙে ছোপাতে হবে ?” তখন সে ব’ল্লে, ‘ভাই ! তুমি যে রঙে রঙেছ, আমায় সেই রঙ দাও ! ( সকলের হস্ত ) ৷ “এক জন বাহে গিছিল –দেখলে গাছের উপর একটী স্থলদর জানোয়ার রয়েছে। সে ক্রমে আর একজনকে ব’ল্পে ‘ভাই ! অমুক গাছে আমি একটা লাল রঙের জানোয়ার দেখে এলুম। সে লোকটী ব’ল্পে ‘আমিও দেখে এসেছি, তা সে লাল রঙ হ’তে যাবে কেন, সে যে সবুজ রঙ ? অার একজন ব’ল্লে না, ম, সে সবুজ হ’তে যাবে কেন, সে যে হলদে ! এইরূপে আরও কেউ কেউ ব'ল্পে বেগুনি, নীল, কাল ইত্যাদি । শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে, একজন লোক ব’সে আছে। তাকে জিজ্ঞাসা করায়, সে ব’ল্লে আমি এই গাছতলায় থাকি, আমি সে জানোয়ারটকে বেশ জানি । তোমরা যl.যা ব’লছে, সব সত্য, সে কখনও লাল, কখনও সবুজ, কখনও হলদে, কখনও নীল, আরও সব কত কি হয় । আবার কখন দেখি কোন রঙই নাই ! “যে ব্যক্তি সদা সৰ্ব্বদা ঈশ্বরচিন্তা করে, সেই জানতে পারে, তার স্বরূপ কি ? সে ব্যক্তিই জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন। নানা ভাবে দেখা দেন। তিনি সগুণ আবার নিগুণ ( the Absolute ) । যে গাছ তলায় থাকে, সেই জানে যে, বহুরূপীর নানা রঙ, আবার কখন কখন কোন রঙই থাকে না। অন্ত লোকে কেবল তর্ক ঝগড়া ক’রে কষ্ট পায় । “তিনি সাকার, তিনি নিরাকার । কি রকম জান ? যেন সুচ্চিদানন্দ সমুদ্র। কুল-কিনারা নাই। ভক্তিহিমে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায় —যেন জল বরফ আকারে জমাট বাধে ; অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়েঞ্চ কখন কখন সাকার রূপ হ’য়ে, দেখা দেন। আবার জ্ঞানস্বৰ্য্য উঠলে সে বরফ গ’লে যায় ।”

  • Atwis-Myso-Personal God.