বিষয়বস্তুতে চলুন

পাতা:শ্রীশ্রীহরি লীলামৃত.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

الرقم শ্ৰীশ্ৰীহরিলীলামৃত । و اسناد র্য্য নারায়ণ পরে, তামাক সাজিয়ে ধরে, আমি যাত্রা করিলাম, অদ্য যাইব শ্ৰীধাম, - হুকা নাহি নিলেন গোসাই । . ফেলারামে সংবাদ জানাও ॥ " কলিক উঠায়ে নিয়ে? তাহার অগ্নি ফেলিয়ে, কুশইর এক আত্ম, এ সংবাদ দিল দ্রুত, তামাক রাখিল মাত্র তাই ॥ পদুমায় ফেলারাম ঠাই । তামাক হাতে রাখিয়া, স্বৰ্য্য নারায়ণে দিয়া, শুনি কহে ফেলারাম, যে সংবাদ শুনিলাম, বলেমাসী যতনে রাখিস । দাদা গেল তবে আমি যাই ॥ কিঘটে কার কপালে, উপকার হ’বে, কালে, যাইব দাদার সাতে, . খাইলে সারিয়া যাবে বিষ ॥ শ্ৰীশ্ৰীহরিলীলামৃত, . খাইলে খণ্ডিবে ভবক্ষুধা । । দীনহীন এ তারক, সুধা পীতে অপারক, হরিলীলা সুধাধিক সুধা ॥ অভিন্নাত্ম দ্বিপুরুষের এক সঙ্গে মৃত্যু ও দাহন। দীর্ঘ ত্রিপদী। গোসাই যাত্রা করিল, পদুম গ্রামে আসিল, ফেলারাম বিশ্বাসের ঘরে । শিরোমণি জ্যেষ্ঠ পুত্র, আত্মা তার সুপবিত্র, - ফেলারাম নাম তেহ ধরে ॥ গাছবাড়ীয় নিবাস, নামে চৈতন্য বিশ্বাস, তার পুত্র কুশাই নামেতে । কুশ আর ফেলারাম, দুইজনে গুণধাম, - মত্তহন প্রভুর প্রেমেতে ॥ " দুইজন একতরে, হরি নাম করি ফেরে, একসঙ্গে শয়ন ভোজন ॥ দুইজনে এক বুলী, একসঙ্গে স্বীনকেলী, গলাগলি ধরিয়া শয়ন ॥ কোন গ্রামের ভিতর, ব্যাধি হলে কলেরার, নিতে এলে দুজনেই যেত । সেই সেই গ্রামে গিয়ে, দুজনে একত্ৰ হ’য়ে, হরিনামে কলের তাড়া’ত ॥ হরি লুঠ দিতে হ’লে, দুজন সুজন মিলে, সেই বাড়ী যেত দুইজন । নামকরে মধুস্বরে, নাম গানে মোহ করে, wo. দুজনেই মোহ অচেতন ॥ কুশাইর মৃত্যুকালে, বদনেতে হরি বলে, সবে বলে হরিনাম লও। পান কর অবিরত, জন্মিলে মরণু আছে, দাদা ম’ল চিতাপরে, দাদা যান যেই পথে, আমি তবে সেই পথ লই । কেবা কতদিন বাচে, কোন সুখে আমি বেচে রই ॥ নাহি রোগ নাহি ব্যাধি, বলেছেন কাদি কঁদি ; . এই আমি ওঢ়ার্কাদি যাই । সে সাথে দিও আমারে, একত্তরে যাব দুটি ভাই ॥ -- বলে হরে । কৃষ্ণ ! রাম ! প্রাণ ত্যজে ফেলারাম, প্রাণ যায় কুশাইর ঠাই। দুজনের সৎকার, হ’ল এক চিতাপর, • একত্র হইল দুটি ভাই। " এদিকে সৎকার করে, দোহে গলাগলি ধরে, ওঢ়াকাদি চলিল দুজন । যাইতে শ্ৰীধাম পথে, দেখহ’ল অtষ্ম সাথে, বাটী গিয়া শুনিল মরণ ॥ ঠাকুর দর্শন করি, দোহে বলে হরিহরি, নিত্য দেহ প্রেমেতে মগন । ঠাকুরের আজ্ঞা মতে, চড়িয়া পুষ্পক রথে, দোহে যান বৈকুণ্ঠ ভুবন ॥ শুনেছি সাধুর তরে, যাহারা পিরিতি করে, একের মরণে দুই মরে । তাহা যদি নাহি হয়, ' পিরিতি কাহারে কয়, হেন প্রেম নাহি যেন করে ॥ দুইজনে দুইস্থলে, কোন দ্রব্য কেহ খেলে, দুজনেই মুস্বাদ পাইত । যে যাহা তেবেছে মনে, দেখাহ'লে দুইজনে, মনোকথা প্রকাশ করিত ॥ পুরুষে পুরুষে আৰ্ত্তি, যেন পুরুষ প্রকৃতি, পিরিতে সুহৎ স্বললীত । রসরাজ প্রেমোজ্জল, রসে করে টল মল, উদার উন্মত্ত চিত রীত ॥ দুজনের প্রেমভক্তি, হ’ল হরিচাদ প্রাপ্তি, নিযুক্ত হইল সেবা কাজে ।