পাতা:ষোল আনি (জলধর সেন).djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্ৰোল-অমানি | হরিহরকে অবিলম্বে বাড়ী আসিবার জন্য তার পাঠাইয়া দেওয়৷ হইল ; দুর্ঘটনার কথা কিছুই তাহাকে জানান হইল না। তাহার পর শ্মশান যাত্রার আয়োজন করা হইতে লাগিল। রমাসুন্দরা কৰ্ম্মচারীদিগকে আদেশ করিলেন, বাড়ীতে চাকর-চাকরাণী যাহারা আছে, সকলকে এক-বস্ত্রে বাহির করিয়া দিয়া এখনই সমস্ত ঘরে তালা বন্ধ করা হউক । হরিহর বাড়ীতে না আসা পৰ্য্যস্ত কেহ বাড়ীতে প্রবেশ করিতে পারিবে না। তাহার আদেশ তৎক্ষণাৎ প্রতিপালিত হইল ; কাছারী-বাড়ী, দপ্তরখানা, থাজাঞ্জিখান, তোষাখানা, সমস্ত চাবি বন্ধ হইল । সমস্ত চাবি একট। লোহার সিন্ধুকে ডবল তালা দিয়া বন্ধ করিয়া, একটা চাবী রমসুন্দরী লইলেন, আর একটা চাবী প্রধান কৰ্ম্মচারীর জিম্বা করিয়া দেওয়া হইল। অন্ত্যেষ্টি-ক্রিয়ার জন্য যাহা কিছু প্রয়োজন, সমস্ত নয়-আনির বাড়ী হইতে সংগৃহীত হইতে লাগিল । শনিবার বেলা তিনটার সময় মনোহর বাবুর মৃত্যু হয়, শ্মশানযাত্রার আয়োজন করিতে করিতেই সন্ধ্যা হইয়া গেল। সন্ধ্যার পর অদূরবত্তী নদীতীরে মৃত-দেহ লইয়া যাওয়া হইল ; পুত্রের ঘাহ যাহা কৰ্ত্তব্য, সিদ্ধেশ্বর অশ্রুপূর্ণ নয়নে সমস্তই করিলেন। গভীর রাত্রিতে সমস্ত শেষ করিয়া তাহার বাড়ীতে ফিরিয়া আসিলেন। এদিকে মৃত-দেহ বাড়ীর বাহির হইবার পরই রমামুন্দরী নয়আনির পাচজন এবং সাত-আনির পাচজন পাহক, এই দশজনকে সমস্ত রাত্রি আলো জালিয়া সাত-আনির বাড়ী পাহারা দিবার ব্যবস্থা বরিয়া স্নানান্তে গৃহে ফিরিয়া গেলেন । ^ U)\9