পাতা:সংবাদপত্রে সেকালের কথা দ্বিতীয় খণ্ড.djvu/৬৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विदिश् Wood ংক্ষেপ বিবরণ প্রকাশ করা তাহার পক্ষে অতিযথার্থ এবং তাহাতে পাঠক মহাশয়েরা অসন্তুষ্ট হইবেন না । কলিকাতাহইতে বৰ্দ্ধমান যাইতে নৌকা পথে ডাইনকুনির ঘাটে উঠিতে হয় ঐ ঘাট বালির খালের মহানাহইতে আড়াই ক্রোশ অন্তরিত এবং সেই ঘাটহইতে জনাই গ্রাম দুই ক্রোশ । পূৰ্ব্বে ঐ ঘাটহইতে জনাই গ্রামে যাইতে যে রাস্তা ছিল সে প্রায় অগম্য বিশেষতঃ বর্ষাকালে । এই ক্ষণে ঐ কাস্তার অতিকান্ত হইয়াছে ঐ রাস্ত একপ্রকার সমুদায়ই নূতন হইয় ষোল হাত চৌড়া হইয়াছে। জনাইর অগ্নিকোণে নৈহাটির নিকটে সরস্বতীনদীর উপরে তিন খিলানের একটা পাকা সঁাকে প্রস্তুত হইয়াছে সেই স্থানে ঐ নদীর পাট পয়ষটি হাত জনাই ও ডাইনকুনির মধ্যবৰ্ত্তি যে স্থানে পঙ্কিল ভূমি ছিল সেই স্থানে অপর একটা সঁাকে নিৰ্ম্মাণ হইয়াছে। এই সকল উপকাৰ্য্য কাৰ্য্যে পৃথক ব্যক্তিরদের অত্যস্তোপকার এবং তচ্চতুৰ্দিগস্থ গ্রামাদির পরম মঙ্গল হইয়াছে । যে মহাশয় স্বীয় ভ্রাতৃগণসহযোগে এই২ পরমহিতজনক ব্যাপার নির্বাহ করিয়াছেন তিনি এক জন ব্রাহ্মণ মধ্যম ধনির মধ্যে নিবিষ্টমাত্র । যে সময়ে কর্ণল টাড সাহেব রজপুতান দেশে কাৰ্য্য নিৰ্ব্বাহ করিতেছিলেন তৎসময়ে ঐ মহাশয় তাহার সমভিব্যাহারে ছিলেন এবং অদ্যাপিও সেই সাহেবের স্থানহইতে মধ্যে২ কোন২ অনুগ্রাহক চিহ্ন প্রাপ্ত হন । সংপ্রতি কলিকাতার এক বাণিজ্যের কুঠীতে অল্পবৈতনিক কৰ্ম্মে নিযুক্ত আছেন এবং বহুকালাবধি সাহেবেরদের অতিবিশ্বাস পাত্র হইয়৷ যে যৎকিঞ্চিৎ সংগ্ৰহ করিয়াছিলেন তন্মধ্যে এই ব্যাপারে অনুমান দুই সহস্র মুদ্রা ব্যয় করিয়াছেন। কেহ২ বোধ করিতে পারেন যে এই প্রশংস্ত এতদ্দেশীয় মহাশয়ের যথার্থতিরিক্ত প্রশংসা করিলাম। কিন্তু তিনি এই বোধ করুন যে এতদ্দেশীয় লোকেরদের পরহিতৈষিতাগুণের লেশমাত্র দৃষ্ট হইলে তাহাতে পৌষ্টিকতা করাই অত্যুপযুক্ত এবং তিনি আরো মনে করুন যে জনাই গ্রামে অভিধনি অনেক ব্যক্তি আছেন তাহারা বিবাহাদি নানা উৎসব কৰ্ম্মে লক্ষ২ টাকা ব্যয় করিয়া থাকেন কিন্তু তাহার এই মহাশয়ের কিছুমাত্র আয়াস কি ব্যয়ের আহুকুল্য করেন নাই ইত্যাদি বিষয় বিবেচনা করিলে বোধ হইবে যে তাহার ঐ প্রশংসা করা অতিরিক্ত নহে। শুনা গেল যে ঐ ব্যাপারের এমত স্থফল দৃষ্ট হইয়াছে যে ঐ প্রদেশের উন্নতি দিন২ বৃদ্ধি হইতেছে। ঐ গল্পে অনেক নূতন২ দোকানী পশারী বসান গিয়াছে এবং ডাইনকুনি জনাইর মধ্য স্থানেও পথিকেরদের উপকারার্থ ক্ষুদ্র২ দোকান বসিয়াছে এবং ঐ গঞ্জহইতে প্রতিদিন চারি পাচ শত বলদ বোঝাই তণ্ডুল বৰ্দ্ধমান ও বিষ্ণুপুরের দক্ষিণাংশে প্রেরিত হয়। এবং আরো শোনা গেল যে গত বৎসরের বর্ষাকালে ঐ গঞ্জে যে সময়ে ধান্য তণ্ডুলাদি দুমূল্য হইয়াছিল তৎসময়ে এই রাস্তার দ্বারা চতুর্দিকস্থ লোকেরদের মহোপকার হইয়াছিল ।