পাতা:সতুর মা.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিশ্বেশ্বর দর্শনে স্বামীর মুখের দিকে চাহিয়া যোগমায়া শিহরিয়া উঠিলেন—“এ কি গো ! এই ক দিনে তোমার এ কি চেহারা হয়েচে । অসুখ করেছিল নাকি ! দেহ আধখানা হয়ে গেছে ! এ কি ! দেখে কান্না পাচ্চে যে ” চিন্তার পিতা কাষ্ট-হাসি হাসিয়া বলিলেন,—“অসুখ কিছু নয়, তবে ঘরে শরীর থাকে এক রকম, আর কোথাও গেলে সময়ে নাওয়া-খাওয়া ঘুম হয় না, শরীর খারাব হয়ে যায় ।” সরলহদয়া যোগমায় তাহাই বুঝিয়া সস্তুষ্টমনে চিন্তার সংবাদ জিজ্ঞাসা করিলেন ! চিন্তার পিতা কুশল সংবাদ দিলেন, মায়ের প্রাণ শান্ত হইল । অনুগত প্রতিবেশী মধু সর্দারের সাহায্যে সপ্তাহ-মধ্যে বহুকালের বাসভূমি বিক্রয় করিয়া চিন্তার পিতা চিন্তার শিক্ষাব্যয় সস্কুলান-জন্য যে ঋণ করিয়াছিলেন, সে সমস্ত পরিশোধ করিয়া গৃহিণীকে বলিলেন,—“চিরকাল শুনতে পাই, বিশ্বেশ্বর অন্নপূর্ণ-দর্শন করবার তোমার বড় সাধ, তা এইবার চলনা একবার দুজনেই যাই ?” আশ্চৰ্য্য হইয়া যোগমায়া জিজ্ঞাসা করিলেন,—“হঁ্যাগা বিশ্বেশ্বর-অন্নপুন্নো দেখতে যাবে তা ভিটে বেচে বাস উঠিয়ে যাবে কেন ? দুদিন পরে ফিরে আসতে হবে ত ?” brb