পাতা:সতুর মা.djvu/১১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধু পুষ্করিণী-তীরে ফলভারে অবনত আম্রবৃক্ষটির সুবিস্তীর্ণ ছায়ায় একত্রিত হইয়াছিল, কিন্তু শান্ত না থাকিলে নিৰ্ম্মলের সকল আমোদ নষ্ট হইবে, সুতরাং, বহু সাধ্য-সাধনা মানঅভিমানের পর নিৰ্ম্মল শান্তকে ফিরাইয়া আনিল । সারা দিবসব্যাপী হাস্তামোদের মধ্যে বালিকাগণের বন-ভোজন ব্যাপার সুসম্পন্ন হইল, কেবল পতি-আগমনবাৰ্ত্তায় উদ্বিগ্ন শান্ত এবং বন্ধুর হঠাৎ বিষন্নতায় ক্ষুণ্ণমন নিৰ্ম্মল আজি পূর্ণ আনন্দ উপভোগ করিতে পাইল না।