পাতা:সতুর মা.djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধু অপ্রত্যাশিত দুটা বন্ধু ও মামীম ইন্দুমতীর বহু আকাঙ্কিত স্বাস্থ্য । ইহার পূর্বে আর কখনো নিৰ্ম্মল পল্লীগ্রামে আসে নাই ; সুতরাং এখানকার সকলই তাহার চক্ষে নূতন, সুন্দর, বিস্ময়কর জন্মাবধি দেখিয়া শুনিয়া যাহার মধ্যে শোভা বা বিস্ময়ের কিছু নাই ভাবিয়াছিল, সে সকলেই বন্ধুর অসীম প্রতি দেখিয়া শান্ত ঘুরিয়া ঘুরিয়া কত কি দেখাইয়া শুনাইয় বেড়ায়, নিশিদিন বন্ধুর চিত্তবিনোদন করিতে কতই ন চেষ্টা করে। প্রতিদানে নিৰ্ম্মল কলিকাতা বেড়াইতে যাইবার দিন তাহাকে সঙ্গে লইয়া গিয়া চিড়িয়াখানা, মিউজিয়াম, সার্কাস, বায়স্কোপ প্রভৃতি এক একবার এক এক রকম দেখাইয় পুলক-বিস্ময়ে অভিভূত করিয়া দেয়। - মামাবাবু ও মামামার নিকট নিৰ্ম্মল যখন নিয়মিত পাঠানুশীলন বা গীতবাদ্য শিক্ষা করে, প্রশংসমান দৃষ্টিতে শান্ত তাহার মুখপানে চাহিয়া নিজের বর্ণপরিচয়খানি হাতে লইয়া বসিয়া থাকে, ক্ষুব্ধচিত্তে ভাবে আমি কিছুতেই বন্ধুর যোগ্য নহি । কোনোদিকে কোনো প্রকারে বন্ধুং যোগ্য নয়, তবু তাহার বন্ধু তাহাকে কত ভালবাটে ভাবিয়া নিৰ্ম্মলের প্রতি তাহার ভালবাসা শতগুণে বন্ধি y ow)