পাতা:সতুর মা.djvu/১১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰন্ধু হয়, আর প্রাণপণে সে বন্ধুর যোগ্য হইবার চেষ্টা করে । আজন্মের বাসভূমি ও সঙ্গিনীদের ছাড়িয়া আসিয়াও যাহার সঙ্গ ও সৌহার্দগুণে নিৰ্ম্মল এতদিন অপুর্ব আনন্দে বিভোর হইয়াছিল, সেই শান্ত একদিন তাহার কাছে বিদায় প্রার্থনা করিল ! বর্ণপরিচয়খানি শেষ হইবার পূর্বেই শান্তর শ্বশুরবাড়ি হইতে তাহাকে লইয়া যাইবার জন্য লোক আসিল । অনেক কান্নাকাটির পর নিতান্ত অসন্তুষ্ট চিত্তে শান্ত পান্ধীতে উঠিল। শান্তর নিকট বহু প্রতিজ্ঞায় আবদ্ধ হইয়া রোরুদ্যমান নিৰ্ম্মল বড় অনিচ্ছায় বন্ধুকে বিদায় निल । । এই অবশ্বাস্তাবী বিচ্ছেদে দুটি কোমল প্রাণে কতখানি ব্যথা লাগিল সাংসারিক মানব তাহা বুঝিল না। নিৰ্ম্মলের হর্ষরঞ্জিত মুখখানিতে বিষাদছায়া অভ্যাকিয়৷ এই শোভাসম্পংপূর্ণ আনন্দময় গ্রামখানির সুখ, শান্তর সঙ্গে সঙ্গে নিৰ্ম্মলের নিকট কেমন ধীরে ধীরে বিদায় লইল কেহ তাহা লক্ষ্য করিল না । এদিকে শান্তর অভাবে নিৰ্ম্মলের যেমন অশান্তি বোধ হইল, ওদিকে শান্তও বন্ধুর জন্য নিশিদিন ছট্‌ফট্‌ করিতে So 8