পাতা:সতুর মা.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধু লাগিল। শ্বশুরালয়ে শত স্নেহাদরেও তাহার মনে তৃপ্তি আসে না । সে কারাবদ্ধ বন্দিনীর মত কেবল উদ্ধারের নানা উপায় চিন্তা করে । চারিদিক ঢাকা প্রকাণ্ড অট্টালিকাখান তাহার খাচার মত মনে হয়, একস্থানে শান্তভাবে বসিয়া থাকিতে থাকিতে তাহার প্রাণ যেন হাপাইয় উঠে, মনে দারুণ অশান্তি আসে । জনহীন “ঘরের মধ্যে সে অনাবশ্যক ঘোমটায় মুখ ঢাকিয়া বসিয়া বসিয়া কাদে । গৌরীশঙ্কর তাহাকে প্রফুল্ল করিবার সহস্ৰ চেষ্টা করিয়াও হতাশ হন, তাহার আদর যত্বের প্রতিদানে সে কেবল কয়েকবিন্দু অশ্রু উপহার দিয়া তাহাকে ব্যথিত ব্যতিব্যস্ত করিয়া তুলে। গৌরীশঙ্কর বুঝিতে পারেন বনের হরিণী বনে বনে মনের আনন্দে ছুটয় বেড়াইতে পাইলে সুখী হয়, স্বর্ণপিঙ্গুরে মণিময় শৃঙ্খলে সে বদ্ধ থাকিতে চায় না।

  • # 挚 # # ক্রমে জগৎবাবুর অবসরকালেরও অবসান হইয়া আসিল। তখনও শান্ত শ্বশুরালয় হইতে আসিল না। শান্তকে এখন আর র্তাহারা শীঘ্র শীঘ্র পিত্রালয়ে পাঠাইতে সম্মত হইলেন

না। শান্ত এখন বড় সংসারের বউ, তাহার স্বামী বাড়ির У оф