পাতা:সতুর মা.djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধু বিধবা ভগিনী উপায়ন্তর না দেখিয়া,—ভাতার পুত্রকথাগুলি ও রঘুনাথ দেবের বিগ্রহটি লইয়া আপন শ্বশুরালয়ে চলিয়া যান। তদবধি এ গ্রামের সহিত র্তাহাদের সম্বন্ধ যুচিয়াছে, তাহাদের আর কোনো সংবাদ সন্ধানও তাহারা জানে না। সুনামের সহিত একে একে নিম্ন পরীক্ষাগুলি পাস করিয়া, যথাসময়ে নিৰ্ম্মল প্রবেশিকা পরিক্ষায় উত্তীর্ণ হইয়া য়ুনিভার্সিটির প্রথম বৃত্তি লাভ করিল। তাহার প্রতি বিদ্যালয়ের শিক্ষয়িত্ৰিগণের স্নেহ-যত্বের অবধি রহিল না। বন্ধুদের মধ্যে কেহ তাহাকে এফ-এ পড়িতে উৎসাহিত করিল, কেহ বা ক্যাম্বেলে ভর্তি হইতে পরামর্শ দিল। মামীম একখানি সোহাগ-মাখা পত্রে তাহার আদরের রাণুমা'র অভিনন্দন করিলেন ; মামাবাবু সানন্দে এইবার তাহার স্নেহপাত্রী নিৰ্ম্মলনলিনীর যোগ্যপাত্রের অনুসন্ধানে অধিকতর মনোযোগী হইলেন। শেষে এফএ শ্রেণীতে উন্নীত হইয়া কলেজের সকল পরীক্ষাগুলি পাস করিবার পর ভগিনী ডোরা, কুমারী নাইটঙ্গেল, কুমারী তরুদত্ত অথবা পণ্ডিত রমাৰাইএর e মত কোনো একজন হইবার, কোনো একটা কিছু মহাকৰ্ম্ম সাধিবার উচ্চ আশায় নিৰ্ম্মল যখন উৎফুল্প, সেই সময় 4 נכי !o