পাতা:সতুর মা.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধু তাহার মামাবাবু তাহাকে সহসা কলেজ ত্যাগ করিতে বাধ্য করিয়া সংসারাশ্রমে পাঠাইলেন । বধূবেশিনী নিৰ্ম্মল শ্বশুর-ভবনে পদার্পণ করিতেই চৌদিকের হর্ষকোলাহলের মধ্যে সহস্র উৎসুক দৃষ্টির সম্মুখে তাহার অবগুণ্ঠন ঈষৎ উন্মোচন করিয়া পরিচিত কণ্ঠে কে একজন কৌতুক হাস্যের সহিত তাহাকে জিজ্ঞাসা করিল—“কি ভাই নিৰ্ম্মল চিনতে পার ?” দৃষ্টমাত্রেই নিৰ্ম্মল তাহার বন্ধু প্রতিভাকে চিনিল। চারিদিকে বহু অজান! অচেনার মাঝে এই পরিচিত মুখখানি দেখিতে পাইয়া স্মিতমুখে প্রসন্ন নয়নে সে তাহার দিকে চাহিল। কৃত্রিম গাম্ভীর্য্যের সহিত প্রতিভা বলিল, “এখন জান আমি কে ? আমি তোমার কল্যাণীয়া কনিষ্ঠ ননদিন আর তুমি আবার পরম পূজনায় বড় বধু ঠাকুরাণী !” প্রিয়বন্ধু প্রতিঙ্গর নূতন পরিচয় পাইয়া নিৰ্ম্মলের মুখ হৰ্ষোৎফুল্ল হইল! নিৰ্ম্মল বুঝিল, তাহার নিমিত্ত মামাবাবুর নির্বাচিত বিদ্য বুদ্ধি ও সচ্চরিত্রে সুন্দর সৎপাত্র আর কেহ নহে—তাহাদের কলেজের অন্যতম! ছাত্রী প্রতিভাকুমারীর জ্যেষ্ঠ সহোদর মুন্সেফ হেমন্তকুমার। ছাত্রা-আবাসে থাকিতে নিৰ্ম্মল প্রতিভার নিকট বহুবার ১১৬ d