পাতা:সতুর মা.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধু ক্ষুব্ধচিত্তে ধূলি-লুষ্ঠিত হইয়া পড়িয়া আছে । আহা ! এমন সুখের দিনে সাধের উৎসবে দুর্ভাগ্য আমি যোগদান করিতে পাইলাম না ! কে জানে এতদিন থাকিয়া শেষে আমি যেমন পশ্চিম ভ্রমণে যাইব আর তুমি আমাকে ফাঁকি দিয়া নাত-বে। ঘরে আনিবে, তা হলে কি এমন সময় ঘরের বাহির হই । যা হোক যে দিন গিয়াছে তাহা তো আর ফিরাইনার নয় ; এখন আমার কাছে তোমার নিমন্ত্রণ, বাসন্তী পূজার দুই দিন পূর্বে অর্থাৎ আগামী পরশ্ব আমার মা জননী, প্রতিভা দিদিমণি ও আমার নূতন নান্তবেটিকে সঙ্গে লইয়৷ আসিয়া আমার আনন্দ সম্পূর্ণ করিবে। শুধু আমি নয়, স্বয়ং তোমার ছোট ঠাকুমাও বসন্তে হেমন্তর আগমন প্রতীক্ষায় আছেন জানিয়া, পত্র পাঠ মাত্র আসিবে— অন্যথা করিবে না। সাক্ষাতে অন্যান্য কথা হইলে । গৃহিণীর নাতির বিবাহ উৎসবে যোগ দিতে ন পারার ক্ষোভটা মিটাইবার জন্য, এবার পূজার ঘটার একটু বিশেষ ভাবে আয়োজন করিতে সম্প্রতি আমি বড়ই ব্যস্ত, এ সময়ে তোমার সাহায্য একান্ত প্রার্থনীয়। আশীর্ববাদ জানিবে। ইতি— তোমার ছোটুঠাকুর্দা । ১২১