পাতা:সতুর মা.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধু পত্রপাঠান্তে নিৰ্ম্মল ঠাকুর্দার পরিচয় জিজ্ঞাসা করিল। ঠাকুর্দার পরিচয় দিতে হেমন্তর জিহবায় সরস্বতী বসিয়া গেল, চিত্ত পুলকিত হইয়া উঠিল । ঠাকুর্দা ঠাকুমার অন্তরের পরিচয় দিতে গিয়া বলিল “অন্তরটি তার প্রেমের নন্দন, স্নেহের নিঝর সে অতুল মেহের পরিচয় দেওয়৷ অসম্ভব ! আর ঠাকুম ? তিনি তো আর স্বতন্ত্র নহেন, ঠাকুর্দা ঠাকুমা দুজনে অভিন্নহৃদয়, দুই দেহে একটি প্রাণ, সে আর বলে কি জানাৰ তুমি দেখলেই বুঝবে, ভয় হচ্ছে তখন ঠাকুর্দা ঠাকুমাকে পেয়ে তুমি শেষে আমাকেই না ভুলে যাও।”

  1. 韓 帶 響 尊

ম। বলিলেন,—“হেমন্ত, তুমি একা গেলেই ভাল হ’ত বাচা ; এই কলেজে-পড়া বোঝি নিয়ে পল্লীগ্রামের পুজোবাড়িতে যেতে বাপু আমার সাহস হয় না। কত ভুল চুক দোষ ক্রটি এদের আমি নিত্যি শুধরে নিই। আমি নিই বলে কি সেখানে তা চলবে ? সে পূজোবাড়ি রৈ রৈ থৈ থৈ লোক ! হিন্থর ঘরের ক্রিয়াকাণ্ড, সেখানে । আচার বিচারে, কাজ কৰ্ম্মে একটু ভুল চুক হলে চারিদিকে নিন্দেয় চি চি পড়ে যাবে। তা ছাড়া,সে পাঁচটার বাড়ি, সেকেলে ধরণের লোক তারা, সেখানে তোমাদের এখান ১২২