পাতা:সতুর মা.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধু কার এই মুতন ফ্যাসানের চাল চলন চলবে না; কেউ কিছু বললে আমার লজ্জায় মাথা হেঁট করতে হবে। তুমি একলাই যাও বাবা, আমাদের যাওয়া হবে না । খুড়শাশুড়ীকে আমার শতকোট প্রণাম জানিয়ে বোলে, যেতে পাল্লুম না বলে আমাদের যেন অপরাধ নেন ना !” হেমন্ত অধৈর্য্য হইয়া বলিল—“না মা তা কোনো মতেই হতে পারে না ; ঠাকুর্দার নিমন্ত্রণে যেতেই হবে, অন্যথা করলে চলবে না। তোমার বউ না হয় নতুন, প্রতিভা আর আমি তো নতুন নই, আমাদের চালচলন ধরণধারণ র্তাদের কাছে ছাপা নেই, সবই তারা জানেন, তাতে কিছু বাধবে না মা ।” মা প্রতিভাকে লইয়া যাওয়ার সম্বন্ধে আপত্তি তুলিলেন ; হেমন্ত বলিল “একটু বড় হয়েছে তাতে আর হয়েছে কি ? কুলীনের ঘর আমাদের । শুনিচি কুলান বর খুঁজতে খুঁজতে গেীরদান রোহিণীদানের ফল লান্ত করা তো হয়েই উঠত না, বরং সময়ে সময়ে কনের বয়স পঞ্চাশ পেরিয়ে যেত। তা তখনকার কালে কুলীনের সন্ধান করতে যদি বিবাহের বয়স কাটিয়ে বিবাহ দেওয়ায় কোনো দোষ হত না, এখন একটু লেখাপড়া শেখাতে কি >ーや