পাতা:সতুর মা.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বন্ধু স্বপাত্র খুঁজতে যদি বারে তেরো না হয়ে পনেরো ষোলই হয়, তাতে এমনই কি লজ্জার কথা, অন্যায়ই বা কি ?” মা হাসিয়া বলিলেন,—“কুলীনবর খুজতে দেরী হওয়া, আর কলেজে পড়িয়ে মেয়েকে বুড়ী করে বিয়ে দেওম্ব বুঝি এক কথা ? যত স্বঃি-ছাড়া কথা, অনাস্থঃি মতামত সব তোর কাছে ।” মা আরো দু’চারটি আপত্তি উত্থাপন করিলেন, কিন্তু হেমন্তর কাছে কোন আপত্তিই খাটিল না, শেষে জননীকে পুত্রের সহিত একমত হইতে হইল। পুত্রবধূকে লইয়া মা পুত্রের সহিত খুড়শ্বশুরের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করিতে চলিলেন। প্রতিভা ঘরেই রহিল, মা কোনো মতেই অতবড় আইবুড় মেয়েকে সমালোচনার সুবিধার্থে গ্রামের স্ত্রী মহামণ্ডলের সম্মুখীন করিতে সম্মত হইলেন না। নিৰ্ম্মল শ্বশ্রীর নিকট হইতে নানা আদেশ উপদেশ— পাসের পড়ার মত কণ্ঠস্থ অন্তরস্থ করিয়া এ পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারি কি না পারি ভালিতে ভাবিতে হাল ফ্যাসানের সাজ-সজ্জাগুলিকে দেরাজের মধ্যে নির্বর্বাসিত করিয়া হিন্দুগৃহের লজ্জাশীলা নববধূটর শোভনীয় রীতি নীতির বসন ভূষণে স্থসজ্জিত হইয়া শ্বশ্রীর অনুগমন করিল। ১২৪