পাতা:সতুর মা.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অলক্ষণ কোন দিকেই একটা কুল না পাইয়া শেষে মানুষের সঙ্গ ছাড়িয়া শোভনা—বাড়ীর কপিলা গাই, মঙ্গলা বাছুর, টিয়াপাখী, টুনি বেরাল আর বাগানের ধারে কাঠবিড়ালীদের নিত্যসঙ্গিনী হইয়ু উঠিল। মানুষ যখন অলক্ষণ বলিয়। তাহাকে দূরে সরাইয় দেয়, প্রভাতে উঠিয় তাহার দর্শন অশুভজনক বলিয়া মুখ ফিরায়—ব্যথিত কুষ্ঠিত শোভন তখন কপিল, মঙ্গল, টুনি ও টিয়ার নিকটে গিয়া সান্তন পায় । কপিলা মঙ্গলা তাহার হাত হইতে নরম ঘাস খাইয়া, টিয়া নিম ও বটের ফল ঠোঁটে ধরিয়া, টুনি তাহার কোলে বসিয়া, কাঠবিড়ালা আশে পাশে ঘুরিয়া তাহার কাছে যে নীরব আনন্দ প্রকাশ করে, তাহাতেই শোভনার ক্ষুদ্র হৃদয় পূর্ণ হইয়া যায়। তাহার পর যখন সে রাত্রে কৰ্ম্মক্লান্ত জননীর বুকে মাথা রাখিয়া ঘুমাইয় পড়ে, তখন কাহারও ঘৃণা বা অনাদর কিছুই আর তাহার মনে থাকে না । কিন্তু এ মুখ টুকুও বুঝি তাহার ভাগ্যে সহিল না, ইহার দুই বৎসর পরে শোভনার জগত অর্ণধার করিয়া তাহার মাতাও তাহাকে ছাড়িয়া গেলেন। শোভনার আকস্মিক বৈধব্যেই তাহার বুক ভাঙ্গিয়া ছিল, ভিতরে ভিতরে ক্ষয় রোগের সূত্রপাত হইয়াছিল। প্রথম প্রথম סאס\ל