পাতা:সতুর মা.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অলক্ষণ পড়িয়াছিল—সে হতাশভাবে তাহার ক্লান্ত দেহ নালুর পাশে ঢালিয়া দিল । ডাক্তার তাহদের মাতা পুত্রের শুশ্রষার জন্য মন্মথকে দুজন নাস নিযুক্ত করিতে পরামর্শ দিলেন। কিন্তু হাসপাতালের স্বনিপুণ ধাত্রী মিসেস মুখার্জি, আর কাহারও আবশ্যক নাই বুধিয়া একাই উভয়ের শুশ্রীষার ভার গ্রহণ করিলেন । - পায়ে জুতা মোজা, পরিধানে শাদা সেমিজ জ্যাকেটের উপর শাদা থান, চুলগুলা পুরুষের মত ছোট ছোট করিয়া ছীটা, চোখে সোণায় বাধান চস্মা—মিসেস্ মুখার্জি যখন ডাক্তার রায়ের সহিত আসিয়া, স্বভাবিক নম্রতার সহিত মন্মথকে নমস্কার করিয়া খোকার শয্যা পাশ্বে গিয়া দাড়াইলেন—সে দীপ্তনয়ন উন্নত স্ত্রীমুৰ্ত্তির দিকে চাহিতে হঠাৎ যেন মন্মথের সাহস হইল না। র্তাহার পরিচ্ছদের শুভ্রতায় বর্ণের ঔজ্জ্বল্যে, নয়নের স্নিগ্ধ দৃষ্টিতে কেমন একটা পবিত্রতার আভাস ছিল, যাহাতে সহজেই মন্মথের মনে তাহার প্রতি একটা সন্ত্রমের ভাব জাগিয়া উঠিল। প্রথম দর্শনেই মিসেস মুখাৰ্জীকে একজন অসাধারণ রমণী বলিয়া তাহার বোধ হইল । মিসেস মুখাজাঁ সেই দিন হইতেই খোকা ও খোকার S 8by