পাতা:সতুর মা.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অলক্ষণা মাতার শুশ্ৰষা আরম্ভ করিলেন, মন্মথ অনেকটা নিশ্চিন্ত হইলেন । নয়নতারার রোগও সাধারণ হয় নাই ; সুতরাং এই মাতা-পুত্রকে নিরন্তর যেন যমে মানুষে টানাটানি করিতে লাগিল। মিসেস মুখার্জী অক্লান্ত পরিশ্রমে দিবারাত্র তাহাদের সেবা করিতে লাগিলেন। পরের ছেলের প্রতি ধাত্রীর এই অসাধারণ যত্ন দেখিয়া মন্মথ আশ্চৰ্য্য হইয়া গেলেন। ডাক্তার রায়ের কাছে বিস্ময় প্রকাশ করিয়া একদিন বলিলেন—“রমণী স্বভাবতঃই স্নেহশীলা জানি, কিন্তু এত স্নেহ যে কেহ করিতে পারেন তাহা আমি জানিতাম না।” ডাক্তার রায় বলিলেন—“বাস্তবিক মিসেস মুখার্জর মত স্নহশীলা সেবাকুশলা ধাত্রী আমি আর দেখিনি।” খোকা ক্রমে নীরোগ হইয়া উঠিল, কিন্তু নয়নতারার পীড়া সঙ্কটাপন্ন হইল। মিমেস মুখাজী আহার নিদ্রা ভুলিয়া প্রাণপণে সেবা করিতে লাগিলেন। মন্মথ ও নয়নতারা তাহার যত্নে যেন কুষ্ঠিত হইতে লাগিলেন । ডাক্তার রায় একদিন ধাত্রীকে সম্বোধন করিয়া বলিলেন—“আমি স্পষ্ট বুঝতে পারচি এত পরিশ্রম আপনার সহ হ’বে না, অন্য কোন ধাত্রীকে এ কাজে নিযুক্ত করে আপনি কিছুদিনের জন্য অবসর নিন। আশ্চৰ্য্য! છે 8 જે