পাতা:সতুর মা.djvu/১৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অলক্ষণ করে রিক্তহস্তে বাড়ী ফেরেন। সর্ববস্ব দান করে এক এক সময় অতি কষ্টে নিজের আহার চালাতে দেখেছি, কিন্তু হাস্পাতালের মাসিক বেতন ভিন্ন কাহার আছে কিছু নিতে এ পর্য্যন্ত দেখিনি।” মিসেস মুখার্জী নয়নতারার শুশ্রুষায় নিজের সমস্ত শক্তি নিঃশেষ করিয়া হাস্পাতালে ফিরিয়া আসিয়াছিলেন ; আসিয়াই তিনি শয্যা গ্রহণ করিলেন। হাস্পাত্তালের ডাক্তার মিস স্মিথ, তাহার গুণে মুগ্ধ হইয় তাহাকে আপন কন্যার ন্যায় স্নেহ করিতেন, সংবাদ পাইবা মাত্র আসিয়া তাহাকে দেখিয় তাহার শুশ্রষার বিশেষরূপ বন্দোবস্ত করিয়া দিলেন, নিজে তাহার চিকিৎসা করিতে লাগিলেন । মিসেস মুখাৰ্জীর পীড়ার সংবাদ যখন নয়নতারার কাণে গেল, কালবিলম্ব না করিয়া সে হাস্পাতালে আসিয়া উপস্থিত হইল। মিসেস মুখার্জী তখন জ্বরে অচৈতন্ত, নয়নতারাকে চিনিতেই পারিলেন না। কিন্তু নয়নতার আজ র্তাহার সজ্জা-বিহীন মুখে কি জানি কিসের আভাস পাইয়া কয়েকবার অনিমেষ নেত্রে তাহাকে নিরীক্ষণ করিয়া মিস স্মিথকে মিসেস মুখাজাঁর পরিচয় জিজ্ঞাসা করিলেন। বাড়ীতেও নয়নতারা মিসেস মুখাৰ্জীকে কয়েকবার তাহার '(t)